1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সিরিয়ার সাবেক কর্নেলের যাবজ্জীবন

১৩ জানুয়ারি ২০২২

মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে সিরিয়ার সাবেক কর্নেল আনোয়ার আর.-কে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জার্মানির এক আদালত৷ বিশ্বে এই প্রথম কোথাও সিরিয়ায় রাষ্ট্র-প্ররোচিত অত্যাচারের বিরুদ্ধে রায় দেয়া হলো৷

https://p.dw.com/p/45TGM
ছবি: Thomas Frey/dpa/picture alliance

সিরিয়ার দামেস্কের আল-খতিব বন্দিশিবিরে ২৭ জনকে হত্যার ঘটনায় আনোয়ার আর.কে দোষী সাব্যস্ত করা হয়েছে৷

২০১২ সালে সিরিয়া ছেড়ে জার্মানিতে আশ্রয় নেন ৫৮ বছর বয়সি আনোয়ার৷

২০২০ সালের এপ্রিলে ইয়াদ-আল-ঘারিব নামে অন্য এক কর্মকর্তা এবং আনোয়ারের বিরুদ্ধে প্রতিবাদীদের গ্রেপ্তার করে বন্দিশালায় পাঠানোর অভিযোগে শুনানি শুরু হয়েছিল৷ মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ঘারিব সাড়ে চার বছর হাজতবাস করেন

জার্মানির কোবলেনৎসের আদালত বলেছে, ২০১১ সালের মার্চ থেকে অশান্ত সিরিয়ায় বারবার অত্যাচারের মুখে পড়ছেন সাধারণ নাগরিকরা৷ এক্ষেত্রে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকে সর্বজনীন আইনি নীতি অনুযায়ী দেখা হয়েছে৷ এর ফলে অন্য দেশে অন্যায় ঘটলেও আরেক দেশে শুনানি হওয়া সম্ভব৷

এক জার্মান তদন্তকারী জানিয়েছেন, প্রায় ১৮ বছর আনোয়ার আর. সিরীয় গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেছেন৷ ধীরে ধীরে সংস্থার শীর্ষপদে আসীন হন৷ ধর্ষণ, যৌন হেনস্থা, বিদ্যুতের শক, মাছ ধরার ছিপ, দড়ি, বড়শি দিয়ে ঘৃণ্য অত্যাচারের তদারকি করতেন আনোয়ার, এমন অভিযোগও রয়েছে৷

ইউরোপের বিভিন্ন দেশে থাকা ৮০র বেশি প্রত্যক্ষদর্শী এই মামলায় সাক্ষ্য দেন৷

গণকবর খনন করা হয়েছিল আনোয়ারের সামনে৷ তালিকা প্রস্তুত করতে হয়েছিল তাকে, এক ব্যক্তি জানিয়েছেন এমনটাই৷ পরবর্তীতে সিরিয়ার পরিজনদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তাই কেউ বা ছদ্মবেশে সাক্ষ্য দিয়েছেন মামলায়৷ আবার অনেকে ভয়ে সাক্ষ্য দিতে রাজি হননি৷ সিরিয়ার সেনাবাহিনীর তরফে এক আলোকচিত্রী কাজ করতেন, তার সাক্ষ্যও নেওয়া হয়৷

শুনানির সময় আনোয়ার আর. সম্পূর্ণ নীরব ছিলেন

ব্রিটেনের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসেবে, আসাদের বন্দিশিবিরগুলোতে অসহনীয় পরিস্থিতি ও নির্যাতনের কারণে কমপক্ষে ৬০ হাজার জন প্রাণ হারিয়েছেন৷

গৃহযুদ্ধের কারণে প্রায় ৬৬ লাখ মানুষ সিরিয়া ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা৷

আরকেসি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)