1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক ও পুলিশের উপর হামলার নিন্দা

১৩ মে ২০২০

লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের সময় সাংবাদিক ও পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্মান সরকার৷ গত কিছুদিনে জার্মানির অন্তত দুটি শহরে এমন হামলা হয়৷

https://p.dw.com/p/3c99M
বার্লিনে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখিছবি: Reuters/C. Mang

গত শনিবার লকডাউনের কড়াকড়িরবিরুদ্ধে প্রতিবাদের সময় রাজধানী বার্লিনে সাংবাদিক ও পুলিশের ওপর হামলা হয়৷ হামলায় তিনজন টেলিভিশন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন৷ এর আগে জার্মানির দক্ষিণাঞ্চলের শহর ডর্টমুন্ডেও এমন হামলা হয়েছিল৷ দুটি ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

সোমবার জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট সাংবাদিক ও পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, প্রতিবাদ মত প্রকাশের একটি উপায়, তবে প্রতিবাদের নামে হামলা কখনো মেনে নেয়া যায় না৷ তিনি বলেন, ‘‘পুলিশ এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র জানানো দরকার৷’’

লকডাউনের কঠোরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় অনেক বিক্ষোভকারীকে ‘হেট স্পিচ’ ছড়াতেও দেখা যায়৷ জার্মান সরকারের মুখপাত্র এর বিরুদ্ধেও নিন্দা জানান৷

এসিবি/কেএম (এপি)

৫ মে’র ছবিঘরটি দেখুন...