1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে শিক্ষক অবমাননা

১৭ নভেম্বর ২০১৬

কখনো থুতু ছিটানো হয় তাঁদের দিকে, কখনো সরাসরি শুরু হয় কিল-ঘুসি, কখনো বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অপদস্থ করা হয় তাঁদের৷ এ সবের শিকার হচ্ছেন শিক্ষকরা৷ জরিপ বলছে, জার্মানিতে শিক্ষকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে৷

https://p.dw.com/p/2Soyo
জার্মানির শ্রেণিকক্ষ
ছবি: picture-alliance/dpa/M. Murat

বড় দুশ্চিন্তার বিষয় হলো, প্রধানত শিক্ষার্থীরাই এভাবে ‘টার্গেট' করছে শিক্ষকদের৷ কখনো কখনো আবার ছাত্র বা ছাত্রীর অভিভাবকও চড়াও হচ্ছেন৷ গত বছর বেশ কিছু ঘটনা শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আর শেষ হয়েছে আদালতে৷

তার একটিতে ১৪ বছর বয়সি এক ছাত্র তার শিক্ষককে জুতোর ফিতা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে৷ ১৫ বছর বয়সি আরেক ছাত্র একসঙ্গে চার জন শিক্ষকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে শুরু করে৷ আরেকটি ঘটনায় এক শিক্ষার্থীর মা হামলা চালায় শিক্ষিকার ওপর৷

সম্প্রতি ফোরসা রিসার্চ গ্রুপ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপ চালিয়ে দেখেছে, জার্মানিতে শিক্ষকদের বিরুদ্ধে এমন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে৷ জার্মানির জাতীয় শিক্ষক ইউনিয়ন (ভিবিই)-এর পক্ষ থেকে জরিপটি চালিয়ে তারা দেখেছে, প্রতি ১০০ জন শিক্ষকের মধ্যে অন্তত ৬ জন কোনো-না-কোনো সময় অন্তত একবার হামলার শিকার হয়েছেন৷ সে হিসেবে জার্মানির অন্তত ৪৫ হাজার শিক্ষক এমন অনভিপ্রেত, তিক্ত অভিজ্ঞতার শিকার৷

ভিবিই স্বভাবতই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন৷ ভিবিই-র প্রধান উডো বেকমান উদ্বেগ নিয়েই ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এমনকি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরাও শিক্ষকদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করেছে৷ আমি সত্যই হতবাক৷''

উডো বেকমান জানান, আক্রান্ত শিক্ষকদের দুই তৃতীয়াংশই মনে করেন, তাঁদের নিরাপত্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের আরো উদ্যোগী ভূমিকা রাখা উচিত৷

সাম্প্রতিক সময় জার্মানিতে শিক্ষকদের পাশাপাশি পুলিশ কর্মকর্তা, দমকল কর্মী এবং অন্যান্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধেও সহিংসতা বেড়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণা্লয়ও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন৷ সম্প্রতি জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের জানিয়েছেন, এমন সহিংসতা রোধে নতুন কিছু পরিকল্পনা বিবেচনা করে দেখছে সরকার৷

সাবরিনা পাব্স্ট/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান