1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রোলার কোস্টার দুর্ঘটনায় আহত ৩১

১২ আগস্ট ২০২২

দক্ষিণ জার্মানির লেগোল্যান্ড বিনোদন পার্কে বৃহস্পতিবার রোলার কোস্টারের দুটি বাহনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন৷ তবে কারো অবস্থা আশংকাজনক নয় বলে জানা গেছে৷

https://p.dw.com/p/4FRgc
ছবি: Stefan Puchner/dpa/picture alliance

প্রাথমিক খবরে জানা গেছে, গুঞ্জবার্গ শহরের লেগোল্যান্ডের থিম পার্কে রোলার কোস্টারের একটি অনির্ধারিত অংশে থেমে থাকা একটি ট্রেনকে পেছন থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দেয়৷ তবে কেউ ট্রেন থেকে পড়ে যায়নি

সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত ও একজনের অবস্থা গুরুতর হলেও জীবন হুমকির মুখে নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ পুলিশ জানিয়েছে, ‘ফায়ার ড্রাগন' রোলার কোস্টারে আহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ছাড়া শিশুরাও ছিল৷

সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়৷ এ বিষয়ে তদন্ত করছে পুলিশ৷ দুর্ঘটনার এলাকাটি বন্ধ করে দেওয়া হলেও পার্কের বাকি অংশে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে৷

থিম পার্কের তথ্য অনুযায়ী, রোলার কোস্টার ঘণ্টায় ২৯ কিলোমিটার বেগে চলে৷ পার্কটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়৷ ১০টিরও বেশি থিম এলাকায় বিভিন্ন রাইডসহ ৬০টিরও বেশি আকর্ষণ রয়েছে৷

সংবাদ সংস্থা ডিপিএ-র তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে দেয়া হয়নি৷ গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম জার্মানির ক্লটেনের একটি বিনোদন পার্কে চলন্ত রোলার কোস্টার থেকে ৫৭ বছর বয়সি একজন নারী পড়ে গিয়ে মারা যান৷

এনএস/জেডএইচ (ডিপিএ,রয়টার্স,এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য