1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মুসলিম সৈনিকের যত সমস্যা

২৭ জুলাই ২০২০

দেশের হয়ে নানা বিপদের মাঝে লড়লেও অনেক ক্ষেত্রেই ধর্মীয় নিয়ম মানতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ইসলাম ধর্মাবলম্বী জার্মান সৈনিকদের৷

https://p.dw.com/p/3fyG5
Deutschland Islamismus in der Bundeswehr Sodlatin Nariman Reinke
ছবি: picture-alliance/dpa/S. Prautsch

বিপদের ঝুঁকি নিয়ে লেফটেন্যান্ট নারিমান হামৌন্টি-রাইনকে জার্মানির হয়ে আফগানিস্তানে লড়েছেন৷ দেশের হয়ে লড়তে কোনো যে কোনো বিপদে যেতে রাজি তিনি৷ কিন্তু ব্যক্তিগত বিশ্বাসের জায়গায়, কখনো কখনো অন্য সৈনিকদের চেয়ে একটু দূরত্ব বোধ করেন তিনি৷

মরোক্কান মা-বাবার সন্তান নারিমান জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে জন্মগ্রহণ করেন৷ দেশের জন্য লড়ার অভিজ্ঞতা তাঁর বিশ্বাস ও চিন্তাকে নানাভাবে প্রভাবিত করেছে, জানান তিনি৷

এবিষয়ে একটি বইও লিখেছেন তিনি ইতিমধ্যে, যার নাম ‘ইশ ডিনে ডয়েচলান্ড' অর্থাৎ, ‘আমি জার্মানির সেবা করি'৷ বিভিন্ন যুদ্ধের মাঝে লড়তে যাওয়ার সময় কী প্রস্তুতি নেন তিনি, সে প্রশ্নের উত্তরে ডয়চে ভেলেকে নারিমান বলেন, ‘‘আমি যেখানেই যাই, সাথে করে আমার জায়নামাজ নিয়ে যাই৷ যদি যুদ্ধে প্রাণ হারাই, সেক্ষেত্রে কীভাবে আমার শেষকৃত্যের আয়োজন করা হবে, বাবা-মাকে জানাবে, তা-ও আমি বিস্তারিত লিখে রেখেছি আমার উর্ধ্বতন অফিসারদের বোঝার জন্য৷''

কেন দরকার এমন পরিকল্পনা?

জার্মানিতে সেনাবাহিনীতে যারা কর্মরত থাকেন, তাদের যুদ্ধক্ষেত্রে বা অন্য কোনো বিপজ্জনক কর্মক্ষেত্রে মৃত্যু হলে, তাদের ধর্ম অনুযায়ী শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার দায়িত্ব বর্তায় সেনাবাহিনীর ওপর৷ এবং বর্তমানে, সেনাবাহিনীতে প্রায় তিন হাজার ইসলাম ধর্মাবলম্বী সৈনিক রয়েছেন৷

কিন্তু সেনাবাহিনীর সাথে যুক্ত নেই কোনো নির্দিষ্ট ধর্মযাজক বা ইমাম, যারা কোনো মুসলিমসৈনিকের মৃত্যুর পর জানাজা আয়োজন বিষয়ে পরামর্শ দিতে পারেন৷ কিন্তু সেনাবাহিনীতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ইহুদি ধর্মযাজকেরা৷ আগে থেকেই ছিলেন খ্রিষ্টধর্মের বিভিন্ন ধারার পাদ্রীরা৷

নারিমানের মতে, প্রতিটি সৈনিকই এখানে গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, ‘‘বর্তমানে মুসলিম সৈনিকের সংখ্যা মোটেই ফেলনা নয়৷ এখন অবশেষে ইহুদি সৈনিকদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা চালু করা হয়েছে৷ কিন্তু মুসলিম প্রার্থনা বা জানাজা নিয়ে তারা স্পষ্ট করে কিছু বলছেন না৷ নেই কোনো বিশেষ ধর্মযাজকও৷''

সম্প্রতি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানান, যে প্রতি বছরই জার্মান সেনাবাহিনীতে বাড়ছে ইসলাম ধর্মাবলম্বী সৈনিকের সংখ্যা৷তিনি আরো জানান যে এই প্রবণতার কারণে শিগগিরই প্রয়োজন এই ধর্মগোষ্ঠীর কোনো ধর্মযাজককে সেনাবাহিনীর সাথে যুক্ত করা৷

জার্মান সেনাবাহিনীতে কবে যুক্ত হবে ইমামের পদ?

আইনানুসারে, প্রতি দেড় হাজার সৈনিকের জন্য একজন ধর্মযাজক বরাদ্দ করা হয়৷ পাশাপাশি, জার্মান সংবিধান ফলাও করে বলছে প্রতিটি ধর্মের স্বাধীনতার কথা৷ কিন্তু আলোচনায় থাকা সত্ত্বেও এবিষয়ে কোনো সিদ্ধান্তে এসে পৌঁছতে পারেনি সরকার এখনও৷ এর অনেকগুলি কারণের মধ্যে গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মাবলম্বীদের নানাবিধ সংগঠন ও বিশ্বাসধারার বৈচিত্র্য৷

পাশাপাশি, সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের সাথে আলোচনাও আটকে থাকায় কোনো সুরাহা হচ্ছে না৷ বর্তমান নিয়ম বলছে, যুদ্ধে কোনো জার্মান মুসলিম সৈনিক মারা গেলে অবিলম্বে একজন ইমামের দ্বারস্থ হতে হয়৷ এই কাজে মধ্যস্থতা করে সেনাবাহিনীর ‘সেন্ট্রাল কনটাক্ট পয়েন্ট ফর সোলজারস অফ আদার ফেথস'৷ সেখানেও নেই কোনো নির্দিষ্ট সার্বক্ষণিক ইমামের পদ৷

রাজনীতিবিদদের মত, ২০২০ সালের আঞ্চলিক নির্বাচনের আগেই হয়তো কোনো নতুন আইন প্রণয়ণ হতে পারে৷

জার্মান সেনাবাহিনীতে ইমামের পদ না থাকার বিষয়ে নারিমান বলেন, ‘‘বর্তমান ব্যবস্থা অন্যায্য৷ আমার মতে, ইসলাম এখনও জার্মানিতে পুরোপুরি মিশে যেতে পারেনি৷ কিন্তু আমরা জার্মানির হয়েই লড়ছি৷ আমাদের দেশ জার্মানি, যার জন্য আমরা প্রাণ দিতেও প্রস্তুত৷''

ক্রিস্টফ স্ট্রাক/এসএস