1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মার্কিন সেনা আরামে থাকে: অস্টিন

২৯ জানুয়ারি ২০২১

জার্মানিকে তাঁরা খুব গুরুত্ব দেন এবং মার্কিন সেনা সেখানে খুবই আরামে থাকে বলে জানালেন অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রী।

https://p.dw.com/p/3oYLU
Truppenübungsplatz Hohenfels
জার্মানিতে প্রায় ৩৪ হাজার ৫০০ মার্কিন সেনা আছে। ছবি: Armin Weigel/dpa/picture alliance

প্রেসিডেন্ট থাকার সময় ডনাল্ড ট্রাম্প জার্মানি থেকে ২৫ শতাংশেরও বেশি সেনা প্রত্যাহার করে নিয়েছিলেন। তা নিয়ে জার্মানি ক্ষুব্ধ ছিল। বাইডেন এসে ট্রাম্পের আমলের অনেক সিদ্ধান্তই বদলাচ্ছেন। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। জার্মানির ক্ষতেও মলম লাগাবার কাজ শুরু করে দিয়েছেন অ্যামেরিকার নতুন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। জার্মানির প্রতিরক্ষামন্ত্রীকে ফোন করে তিনি জানিয়েছেন, জার্মানিতে থাকতে  মার্কিন সেনারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁরা আরামে থাকেন।

জার্মানি এখন আশা করছে, ট্রাম্পের আমলের সিদ্ধান্ত বদল করবেন বাইডেন। জার্মানিতে আবার আগের মতোই বেশি সংখ্যায় মার্কিন সেনা থাকবে।

দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর কথার পর জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, অ্যামেরিকা এখনো জার্মানিতে তাদের সেনার উপস্থিতি যৌথ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে।

পেন্টাগন একটি বিবৃতি দিয়ে বলেছে, অস্টিন জানিয়েছেন, জার্মানি এত ভালোভাবে মার্কিন সেনাদের সেদেশে রাখায় তিনি কৃতজ্ঞ। জার্মানিতে মার্কিন সেনা থাকার বিষয়টি নিয়ে তিনি আলোচনা চালিয়ে যেতে চান। জার্মানিতে ৩৪ হাজার ৫০০-র মতো মার্কিন সেনা আছে। স্টুটগার্টে ইউএস ইউরোপীয়ান কম্যান্ডের সদরদফতর রয়েছে।

দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে অবশ্য অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। তার মধ্যে আছে, ন্যাটো, করোনা, আফগানিস্তান ও ইরাকের নিরাপত্তা পরিস্থিতি।

লিয়া কার্টার/জিএইচ/এসজি