1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বাস ডিপোয় আগুন, বহু বাস পুড়ল

১ অক্টোবর ২০২১

জার্মানির স্টুটগার্টে বাস ডিপোয় আগুন। বহু বাস পুড়ে গেছে। তবে কেউ মারা যাননি।

https://p.dw.com/p/417WR
স্টুটগার্টের বাস ডিপোয় আগুন লাগে। ছবি: Andreas Rosar/dpa/picture alliance

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়ছে, দুই জন কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়েছিলেন। তাদের চিকিৎসা চলছে।

বাস ডিপোর আগুন ছিল বেশ বড় আকারের। তাতে অন্ততপক্ষে ২০টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, কেউ মারা যাননি। দুইজন অসুস্থ হয়েছেন। তাছাড়া কেউ আহতও হননি।

এখনো পর্যন্ত যা জানা গেছে

শহরের পূর্ব দিকের বাস ডিপোয় আগুন লাগে।  স্থানীয় সময় সকাল আটটা নাগাদ ফায়ার অ্যালার্ম বাজে। দমকল বিভাগের কর্মীরা সক্রিয় হন।

দমকল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা ২১০ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে থাকেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামলাতে সারারাত ধরে কর্মীরা কাজ করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। 

Deutschland I Brand im Busdepot der Stuttgarter Verkehrsbetiebe
অন্তত ২০টি বাস পুড়ে গেছে। ছবি: Andreas Rosar/dpa/picture alliance

কেন আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না।

স্টুটগার্ট পুলিশ ওই এলাকার বাসিন্দাদের দরজা ও জানালা বন্ধ রাখতে বলেছে। কোনো সাক্ষী থাকলে তাকেও যোগাযোগ করতে বলেছে পুলিশ।

জিএইচ/এসজি(ডিপিএ)