1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বলিউড উৎসবে পুরস্কার জিতল ভিহির

২৫ জুলাই ২০১০

মধ্যপ্রাচ্যের পাশাপাশি এখন ইউরোপের অনেক দেশেই বলিউড ছবি জনপ্রিয় হয়ে উঠছে৷ জার্মানি তার মধ্যে একটি৷ আর এজন্যই এখানে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে ভারতীয় চলচ্চিত্র উৎসব৷

https://p.dw.com/p/OTz1
a poster of Bollywood actor Shah Rukh Khan’s new film “My Name is Khan,”
জার্মানিতে বেশ জনপ্রিয় শাহরুখ খানছবি: AP

এবার জার্মানির দক্ষিণের শহর স্টুটগার্টে অনুষ্ঠিত হলো সপ্তম বার্ষিক ভারতীয় চলচ্চিত্র উৎসব৷ এতে অর্ধশতাধিক ভারতীয় ছবি প্রদর্শিত হয়েছে এবার৷ এবং এতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় মারাঠি ছবি ভিহির৷ ভিহির বা কূপ নামে এই ছবির পরিচালক হলেন উমেশ বিনায়ক কুলকার্নি৷ এতে তুলে ধরা হয়েছে একজন কিশোর ও কিশোরীর কাহিনী, যারা আত্মীয়তার বন্ধনেও আবদ্ধ৷ হারিয়ে যাওয়া সেই কিশোরীকে খুঁজে বেড়াচ্ছে সেই কিশোর৷ এই বছরের মার্চ মাসে ছবিটি মুক্তি পায়৷ জার্মানির ভারতীয় চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়ায় উমেশ বিনায়ক কুলকার্নির এই ছবিটি৷ তাই এবারের জার্মান স্টার অব ইন্ডিয়া পুরস্কারটিও জুটেছে তাঁর কপালে৷ কেবল জার্মানি নয়, নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ভিহির ছবিটি৷

স্টুটগার্টের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চিত্র হিসেবে পুরস্কারটি পেয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান জুগাদ নামের ছবিটি৷ এতে তুলে ধরা হয়েছে ভারতের নিম্নবিত্তদের প্রতিদিনের জীবন সংগ্রামের কাহিনী৷ সেরা এনিমেটেড ছবি হিসেবে পুরস্কার পেয়েছে টাংকো বলেছে৷ উল্লেখ্য, জার্মানির এই ভারতীয় চলচ্চিত্র উৎসব ভারতের বাইরে অন্যতম চলচ্চিত্র প্রদর্শনী হিসেবে ইদানিং গুরুত্ব পাচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী