1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পার্সেল বোমা ফেটে আহত তিন

১৮ ফেব্রুয়ারি ২০২১

জার্মানির নেকারজুলম শহরে পার্সেল বোমা ফেটে তিনজন আহত হয়েছেন। তদন্ত চলছে।

https://p.dw.com/p/3pVtf
জার্মানিতে পার্সেল বোমা ফাটার পর দমকল, পুলিশের তৎপরতা।ছবি: Simon Adomat/dpa/picture alliance

স্টুটগার্টের কাছের শহর নেকারজুলমে জনপ্রিয় সুপারমার্কেট চেইনের অফিসে পার্সেল বোমাটি ফাটে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হয় চিঠি বা ছোট পার্সেলের মধ্যে বোমাটি ছিল। এই চিঠি বা পার্সেলে রাখা বোমা ফাটার পর পুলিশ পুরো বাড়ি খালি করে দেয়। একশ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়া হয়েছে।

তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন। এর পিছনে কারা তা তদন্ত করে দেখা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে এ কাজ করা হয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, একজনের আঘাত গুরুতর। অন্য দুজনের সামান্য আঘাত লেগেছে। ঘটনাস্থলে প্রশিক্ষিত কুকুর নিয়ে গেছে পুলিশ। উদ্ধারের প্রয়োজনে হেলিকপ্টার রাখা হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ''এই ঘটনায় আমরা ধাক্কা খেয়েছি। আমরা আশা করি, আহত সব কর্মী দ্রুত সুস্থ হয়ে যাবেন।'' পুলিশ জানিয়েছে, অপরাধীদের খোঁজ চলছে।

Deutschland | Explosion in Neckarsulm
পার্সেল বোমা ফাটার পর পুলিশ একশ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। ছবি: Simon Adomat/dpa/picture alliance

দুইটি বিস্ফোরণ

একই দিনে জার্মানির দুইটি শহরে বিস্ফোরণ হয়েছে। নেকারজুলমে চিঠি বা পার্সেল বোমা ফেটেছে, আর হেইডেলবার্গের কাছে একটি পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানায় বিস্ফোরণ হয়েছে। এই জায়গাটি নেকারজুলম থেকে ৬৮ কিলোমিটার দূরে।

কেট মার্টির/জিএইচ/এসজি