1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দিনে প্রায় দুই হাজার যানজট!

১৭ জানুয়ারি ২০১৯

২০১৮ সালে জার্মানির রাস্তায় সাত লক্ষ ৪৫ হাজার যানজট সৃষ্টি হয়েছিল৷ ২০১৭ সালের তুলনায় তা তিন শতাংশ বেশি৷ জার্মানির অটোমোবাইল ক্লাব এডিএসি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/3BhT9
ছবি: Imago/Joko

এডিএসি বলছে, যানজটের জন্য যাত্রীদের অতিরিক্ত চার লক্ষ ৫৯ হাজার ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে৷

জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়াতে সবচেয়ে বেশি যানজট লেগেছিল৷ সংখ্যার হিসেবে জার্মানির মোট যানজটের প্রায় ৩৫ শতাংশই হয়েছিল এই রাজ্যে৷ এর পরে আছে বাভারিয়া (১৭ শতাংশ) ও বাডেন-ভ্যুর্টেমব্যার্গ (১১ শতাংশ)৷ উল্লেখ্য, বিএমডাব্লিউর সদরদপ্তর বাভারিয়ার মিউনিখ এবং মার্সিডিজ বেনৎসের সদরদপ্তর বাডেন-ভ্যুর্টেমব্যার্গের স্টুটগার্টে অবস্থিত৷

২০১৮ সালে সপ্তাহের বুধবার দিনটি সবচেয়ে বেশি যানজটের দিন ছিল৷ ২০১৭ সালে সেই দিনটি ছিল বৃহস্পতিবার৷ এডিএসি বলছে, গতবছর প্রতি বুধবার গড়ে পাঁচ হাজার ৯০০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগেছে৷ আর বৃহস্পতিবার যানজটের দৈর্ঘ্য ছিল গড়ে পাঁচ হাজার ৮০০ কিলোমিটার৷

যানজট সবচেয়ে কম লেগেছে শনি ও রবিবার৷ কারণ, এই দুদিন জার্মানিতে সপ্তাহান্ত এবং সে কারণে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে৷ এছাড়া সপ্তাহান্তে যানজট কমাতে রবিবার বেশিরভাগ ট্রেলার ট্রাক চলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

২০১৮ সালের সবচেয়ে বেশি যানজটময় দিনটি ছিল ২৮ জুন, বৃহস্পতিবার৷ সেদিন গ্রীষ্মের ছুটির ট্রাফিক আর কর্মদিবসের ট্রাফিক সব একসঙ্গে মিলে ঐ পরিস্থিতি তৈরি হয়েছিল৷

ব্রেমেন, লোয়ার সাক্সোনি আর সাক্সোনি-আনহাল্ট রাজ্য গ্রীষ্মের ছুটি শুরুর সময় প্রায় ১৩ হাজার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে এডিএসি৷

ডেভিস ফানঅপড্রোপ/জেডএইচ