1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

জার্মানিতে গাজার সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল

২২ অক্টোবর ২০২৩

গাজায় আটকেপড়া বেসামরিক নাগরিকদের সমর্থনে জার্মানিতে ব্যাপক পুলিশি উপস্থিতিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার প্রত্যাশার চেয়ে বেশি মানুষ মিছিলে যোগ দিলেও পুরো আয়োজনটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল৷

https://p.dw.com/p/4Xs5A
সবচেয়ে বড় জমায়েতটি হয়েছে ডুসেলডর্ফ শহরে৷ অন্তত সাত হাজার মানুষ জড়ো হয়ে ‘ফিলিস্তিনে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রতিষ্ঠার’ দাবি জানায়৷ছবি: Sascha Thelen/dpa/picture alliance

বিশ্বের আরো অনেক জায়গার মতো, গাজায় আটকেপড়া ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার জার্মানির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ৷ গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা৷

হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলা শুরু করে হামাস৷ এই হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হন৷ এছাড়াও অন্তত দুইশো মানুষকে জিম্মি করেছে জঙ্গি গোষ্ঠীটি৷ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েলসহ আরো কয়েকটি দেশ৷

হামাসকে ভেঙে দেয়ার লক্ষ্যে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল সরকার৷ এতে গাজায় বসবাসরত ২২ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন৷

যা ঘটেছে জার্মানিতে

পুলিশ জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট, হানোফার, কার্লসরুয়ে, ম্যুনস্টার এবং স্টুটগার্টে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেছেন৷ তবে সবচেয়ে বড় জমায়েতটি হয়েছে ডুসেলডর্ফ শহরে৷ ধারণা করা হচ্ছে, সেখানে অন্তত সাত হাজার মানুষ জড়ো হয়েছেন৷ ‘ফিলিস্তিনে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রতিষ্ঠার' দাবি জানায় তারা৷

বেশ কয়েকটি শহরের পুলিশ জানিয়েছে, আয়োজকদের প্রত্যাশার চেয়েও বেশিসংখ্যক মানুষ যোগ দিয়েছেন বিক্ষোভে৷ তবে সবকটি আয়োজন মোটামুটি শান্তিপূর্ণ ছিল৷ যেসব শহরে বিক্ষোভ হয়েছে, সেসব শহরে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷

ম্যুনস্টারের বিক্ষোভ মিছিলে প্রায় হাজারখানেক ফিলিস্তিনপন্থি অংশ নেন৷ এর পাশাপাশি আরো সাতশ মানুষ জড়ো হয়েছিলেন, যারা ‘ইহুদি বিদ্বেষ' প্রতিকারের দাবি জানান৷

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি৷ তবে ‘বেআইনি স্লোগান' থামাতে অস্বীকৃতি জানানোয় দুই ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীকে সাময়িক আটক করা হয়েছিল৷ পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে৷

সহিংসতার আশঙ্কায় বিক্ষোভ নিষিদ্ধ করেছে বার্লিন

সেন্ট্রাল বার্লিনে রোববার একটি মিছিল হওয়ার কথা ছিল৷ তবে ইহুদি বিরোধী স্লোগান, সহিংসতা, সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সেটি বাতিল করেছে৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার শুক্রবার জানিয়েছেন, জার্মানিতে অবস্থানরত প্রতিটি মানুষের তাদের নিজস্ব চিন্তা স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রয়েছে৷ তবে তিনি সতর্ক করে আরো বলেছেন, ‘‘এখানে একটি স্পষ্টত রেড লাইন রয়েছে৷ ইহুদিবিরোধী বা ইসরায়েলবিরোধী আন্দোলনের জন্য কোনও সহনশীলতা নেই এবং সহিংসতার জন্য কোনও সহনশীলতা নেই৷''

বার্লিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবে৷

নিষেধাজ্ঞার পরেও কিছু ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী বার্লিনের রাস্তায় নেমে আসেন৷ ফলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷

যুক্তরাজ্যেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে৷ শনিবার সেন্ট্রাল লন্ডনে অন্তত এক লাখ মানুষ বিক্ষোভ করেন৷ ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে এবং ‘মুক্ত ফিলিস্তিন' বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ১০ ডাউনিং স্ট্রিটের বাড়ির দিকেও এগিয়ে যায়৷

Moschee in Dschenin von israelischem Luftangriff getroffen
ইসরায়েল জানিয়েছে, বিমান হামলায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত হামাস এবং ইসলামিক জিহাদের ‘সন্ত্রাসীরা’ নিহত হয়েছে৷ছবি: Raneen Sawafta/Reuters

ইসরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

পশ্চিম তীরে জেনিনের একটি মসজিদে রোববার হামলা চালিয়েছে ইসরায়েল৷ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই মসজিদটিকে ‘আসন্ন সন্ত্রাসী হামলার' পরিকল্পনার কাজে ব্যবহার করা হচ্ছিল৷ এদিকে, গাজাভিত্তিক একজন সাংবাদিক ডিডাব্লিউকে জানিয়েছেন, গাজাবাসী যুদ্ধবিরতি চায় এবং তাদের আরও সাহায্য প্রয়োজন৷

রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল৷ এতে দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের চিকিৎসকেরা৷

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ভূখণ্ডটিতে ফিলিস্তিনি জঙ্গিদের শক্ত ঘাঁটি জেনিনের শরণার্থী শিবিরের আল-আনসার মসজিদের কাছে হামলাটি হয়েছিল৷ এ বছরের শুরুর দিকে ইসরায়েলি সামরিক অভিযানের কেন্দ্রে ছিল এই জেনিন৷

ইসরায়েল জানিয়েছে, বিমান হামলায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত হামাস এবং ইসলামিক জিহাদের ‘সন্ত্রাসীরা' নিহত হয়েছে৷

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল-আনসার মসজিদকে সন্ত্রাসীরা হামলা পরিকল্পনার একটি কমান্ড সেন্টার এবং মৃত্যুদণ্ড কার্যকরের একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছিল৷

গাজায় ভারতের সাহায্য

এদিকে, গাজায় আটকেপড়া মানুষের জন্য সাড়ে ৩৮ টন ত্রাণ পাঠিয়েছে ভারত৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

ত্রাণ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান মিশরের এল-আরিশ বিমানবন্দর যাওয়ার আগে ছবি পোস্ট করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি৷

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘‘সাহায্যের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি, পানি পরিশোধনকারী ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম৷''

টিএম/এআই (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)