‘জার্মানিতে ক্রিকেট খেলা’ | পাঠক ভাবনা | DW | 01.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানিতে ক্রিকেট খেলা’

প্রিয় বন্ধুরা, প্রায়ই আপনাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে পাওয়া চিঠিপত্রে দেখা গেছে, জার্মানিতে ক্রিকেট হয় হয় কিনা? হলে কতটা জনপ্রিয় কিংবা না হলে কেন জার্মানরা ক্রিকেট খেলা পছন্দ করেনা? এধরনের নানা প্রশ্ন৷

আগ্রহীদের জানাচ্ছি, ‘ডয়চার ক্রিকেট বুন্ড' নামে জার্মান ক্রিকেট বোর্ড গঠিত হয় ১৯৯৮ সালে৷ কিন্তু এতদিন তেমনভাবে খেলা হয়নি বা হলেও বিদেশিদের মধ্যেই তা সীমাবদ্ধ ছিলো৷ তবে এখন ক্রিকেটকে জনপ্রিয় করতে বাংলাদেশের সহায়তা চায় জার্মান ক্রিকেট বোর্ড৷ এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ‘বাংলাদেশের সহায়তা চায় জার্মান ক্রিকেট বোর্ড' প্রতিবেদনটি পড়ুন৷

এরই মধ্যে বন্ধু সজল নুরুজ্জামান প্রতিবেদনটি পড়েছেন এবং ফেসবুকে খুব মজা করে লিখেছেন, ‘‘আমরা জার্মানদের ক্রিকেট দেবো, বদলে ফুটবল নেবো৷''

পোপ ষোড়শ বেনেডিক্ট-এর বিদায়ী ভাষণ পদত্যাগ পরবর্তী অবসর জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, এবং তাঁর ব্যক্তিগত ইচ্ছা নিয়ে তুলে ধরা প্রতিটি প্রতিবেদন থেকে অজানা তথ্য জেনে ভালো লাগলো৷ ই-মেলে মন্তব্য নতুন দিল্লির বন্ধু সুভাষ চক্রবর্তীর৷ পোপ-এর শেষ কর্মদিবস ও পরবর্তী জীবন যাপন নিয়ে প্রতিবেদনটি ভীষণ তথ্যপূর্ণ, এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে এজন্য সাধুবাদ জানাই৷ ৪১ বছরেও কেউ এ উদ্যোগ নেয়নি, এ সরকার তা করছে৷ আমরা সরকারকে আরো বেশি ধন্যবাদ জানাবো যদি পর্যায়ক্রমে সকল রাজনৈতিক দলে থাকা সাধারণ জনগণের মধ্যে থাকা মানবতা বিরোধীদের বিচারে আওতায় আনে৷

৭১ দেখিনি, শুনেছি প্রবীণদের কাছে লোমহর্ষক ঘটনা৷ এমনই অভিযুক্তদের সাতবার ফাঁসি হলেও আকাঙ্ক্ষা মিটবেনা৷ আমার পিতা ছিলেন একজন মুক্তিযোদ্ধা৷ বঙ্গবন্ধুর জনসভায় বঙ্গবন্ধুর সাথে করমর্দন করার সুযোগ হয়েছিলো তাঁর৷ আমরা জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি বুঝিনা – আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই৷ আর এ বিচার হতে হবে ন্যায় ও সঠিকভাবে৷ ডা. এসএমএ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর পাবনা৷

বাংলা বিভাগ, শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আগামী ৯ই মার্চ এফ এম রেডিওতে জার্মান বেতার বাংলা বিভাগের অনুষ্ঠান প্রচার বন্ধ হচ্ছে কিন্তু টিভিতে ইনবক্স থাকবে তো? মনজুরুল ইসলাম মিন্টু, সভাপতি, সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ, জুম্মাহাট, কুড়িগ্রাম৷

ধন্যবাদ সবাইকে৷ বন্ধুরা, এ পাতাটি আপডেট করা হবে আবার আগামী সোমবার৷ থাকবে জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসের মোট ১৪জন ধাঁধা বিজয়ীর নাম৷ আরো থাকবে ফেব্রুয়ারি মাসের সেরা পত্রলেখকের নাম৷ ক্লিক করতে ভুলবেন না৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন