1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনায় আক্রান্ত ১

২৮ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস পৌঁছে গেল জার্মানিতে৷ বাভারিয়াতে করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন৷ দিল্লি ও কলকাতাতেও করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে৷ 

https://p.dw.com/p/3WtoV
ছবি: Getty Images/AFP/H. Retamal

ভয়ঙ্কর করোনা ভাইরাস ঢুকল জার্মানিতে৷ এই প্রথম জার্মানিতে একজন  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ বাভারিয়ার স্টার্নব্যর্গে করোনায় আক্রান্তকে আলাদা করে রাখা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি এখনও পর্যন্ত ভালো আছেন৷ তাঁর কাছ থেকে বাভারিয়ার অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াবার সম্ভাবনা কম৷ ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে করোনা ভাইরাসেআক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয়৷

চীন বা তার প্রতিবেশী দেশ থেকে আসা ভারতীয়দের নিয়ে করোনাভাইরাস আতঙ্ক আগেই দেখা দিয়েছিল ভারতের কেরালা, মহারাষ্ট্র, বিহার, রাজস্থানে৷ এ বার রাজধানী দিল্লিতে আতঙ্ক ছড়াল৷ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তিনজনের মধ্য়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ দেখা গিয়েছে৷ তাঁদের আলাদা করে রাখা হয়েছে৷পুনের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য স্যাম্পল পাঠানো হয়েছে৷ তিনজনই সম্প্রতি চীন থেকে ফিরেছেন৷ এই প্রথম দিল্লিতে করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিল৷ 

শুধু দিল্লি নয়, কলকাতাতেও দুই বিদেশি নাগরিককে ঘিরে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে৷ তার মধ্যে থাইল্যান্ডের তরুণী সুকিতা নাকতোই সোমবার মারা গিয়েছেন৷ তাঁর যে উপসর্গ ছিল, তার সঙ্গে করোনার কিছু লক্ষণ মিলে যায়৷ তাঁর রক্তের নমুনাও পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হয়েছে৷ বেলেঘাটা আইডি হাসপাতালে একজন চীনা নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তিনি রবিবার কলকাতায় পৌঁছন৷ জ্বর, মাথা ব্যথা, পেটের সমস্যা নিয়ে পরে তিনি আইডি হাসপাতালে ভর্তি হন৷ তাকে আলাদাভাবে রাখা হয়েছে৷ এই দুই ঘটনায় কলকাতাতেও করোনা আতঙ্ক দ্রুত ছড়াচ্ছে৷

চীনের উহানের অবস্থা আরও খারাপ হয়েছে৷ আক্রান্ত ও মৃতের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ উহানে প্রচুর ভারতীয় ছাত্র আটকে পড়েছেন৷ তাঁদের নিয়ে আসার জন্য বিমান তৈরি৷ এয়ার ইন্ডিয়ার বিমান যাতে সেখান থেকে ছাত্রদের নিয়ে আসতে পারে, সে জন্য চীনের অনুমতি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রক৷ উহানে আটকে পড়া বর্ধমানের ছাত্র সৌম্য রায় এই সময় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ২২ জানুয়ারি উহান পৌঁছেছেন৷ তারপর থেকে একা একটা ঘরে পড়ে আছেন৷ বিমান, ট্রেন, বাস চলছে না৷ রাস্তায় লোক নেই৷ পুরো শহর লক ডাউন করে দেওয়া হয়েছে৷ চাইলেও কোথাও যাওয়া যাচ্ছে না৷ কেবল ভারতীয় দূতাবাসের লোক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন৷ তিনি শুধু অপেক্ষা করছেন, কবে ভারতের বিমান আসবে, এবং তিনি বাড়ি যেতে পারবেন৷

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি, নিউজ ১৮, এই সময়)