1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনা যাদের শাপ যাদের বর

১ জানুয়ারি ২০২১

করোনা অতিমারি হয়ে এসে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে করেছে কুপোকাত, আবার অনেকে হঠাৎ পেয়ে গেছে সাফল্যের সিঁড়ি৷ কেউ করোনাকালের বিজয়ী, কেউবা পরাজিত৷

https://p.dw.com/p/3nQek
Deutschland | Weihnachten in der Coronakrise 2020
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance

ঘরবন্দি থাকার সময়টায় বিশ্বব্যাপী ফুলেফেঁপে উঠেছে ই-কমার্স বাণিজ্য৷সবার আগে আসবে আমাজনের কথা৷ জুলাই থেকে আগস্ট- এই তিন মাসেই লাভের অঙ্ক ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে তাদের৷ কোভিড-১৯ প্রাদূর্ভাবের ফায়দা নিয়ে বিগত বছরে নিঃসন্দেহে তারা বিজয়ী৷

জার্মানিতে ডয়চে পোস্টের জন্যও স্বপ্নের বছর ছিল ২০২০৷ সিইও ফ্রাঙ্ক আপেল নিশ্চিত লাভের হিসেব মেলালে যে অঙ্কটা আসবে, অনেক বছর রেকর্ড হয়ে থাকবে তা৷

তবে সবচেয়ে বড় বিজয়ী নিঃসন্দেহে বায়োনটেক৷ ইউরোপে সবার আগে ব্যবহারের অনুমতি পেয়েছে তাদের তৈরি ভ্যাকসিন৷

রেস্তোরাঁর মহাক্ষতি, ডেলিভারি সার্ভিসের রমরমা

করোনাকালে অনেকটা সময় রেস্তোঁরা ছিল বন্ধ৷ সেই সময়ে চুটিয়ে চলেছে ডেলিভারি সার্ভিস৷ চালিয়েছেন আসলে ডেলিভারি হিরো-রা৷শেয়ার বাজারেও পড়েছে এর প্রভাব৷ করোনাকালে তাই কিছু জার্মান প্রতিষ্ঠানের  শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে৷

ভিডিও কলে অফিস

ভিডিও কল আগেও ছিল৷ তবে ২০২০ সালে তা অন্য মাত্রা পেয়েছে৷ অনেক অফিস সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ভিডিও কলের মাধ্যমেই সেরেছে প্রায় সব কাজ৷ তাতে সবচেয়ে বড় সহায়ক ছিল জুম৷ঘরে ঘরে, অফিসে অফিসে চলেছে জুম৷ ব্যস্ত সময়ে বিশ্বের কমপক্ষে ৩০ কোটি মানুষ জুম ব্যবহার করেছে৷ করোনার সময়ে এই অ্যাপকে জয়ী না মানার উপায়ই নেই৷

বিমান এবং পর্যটন শিল্পের সর্বনাশ

করোনার সংক্রমণ দেশে দেশে ভয়ঙ্কর হারে ছড়িয়ে পড়ায় লম্বা একটা সময় বিমান চলাচল বন্ধ ছিল৷ জার্মানিরলুফৎহানসার দেউলিয়া হওয়া ঠেকাতে বড় অঙ্কের অর্থ সহায়তার কথা ভাবছে সরকার৷ করোনাকালে জার্মানির পর্যটন শিল্প, হোটেল শিল্পেও বিপর্যয় নেমেছে৷

ডিজিটাল বাণিজ্যমেলা

অনেক বড় বড় মেলা স্থগিত করতে হয়েছে৷ তবে ফ্রাঙ্কফুর্ট বাণিজ্য মেলা হয়েছে অনলাইনে৷ ইউরোপ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনে এখনো চলছে সতর্কতা৷ প্যারিস এয়ার শো-ও ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷

গাড়ি শিল্পের দুরবস্থা

প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে গাড়ি শিল্প আগে থেকেই ভুগছে৷ করোনাকালে গাড়িশিল্প আরো বিপর্যস্ত৷ গাড়ি বিক্রি সারা বিশ্বেই কমেছে৷ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গাড়ি শিল্প৷

লোনে গ্রোথার ইনজা ভ্রেডে/ এসিবি