1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনা মোকাবিলা নিয়ে দলীয় কোন্দল

১৮ নভেম্বর ২০২১

করোনা সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে বৃহস্পতিবার জার্মান সংসদে তৎপরতার মাঝে দলীয় রাজনীতি মাথাচাড়া দিচ্ছে৷ ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এ দিন জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন৷

https://p.dw.com/p/438Ym
BG Europaweiter Kampf gegen Covid-19
ছবি: Lukas Barth/REUTERS

করোনা সংকটের শুরু থেকে জার্মানির মূল স্রোতের রাজনৈতিক দলগুলি সার্বিক ঐকমত্যের ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালিয়ে এসেছে৷ খুঁটিনাটী বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও দেশের স্বার্থে সংকীর্ণ রাজনীতির উদাহরণ তেমন দেখা যায়নি৷ বেড়ে চলা সংক্রমণ মোকাবিলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিতর্কের মাঝে এবার সেই ঐকমত্যে স্পষ্ট ফাটল সৃষ্টি হচ্ছে৷ বিশেষ করে বিদায়ী সরকারের প্রধান শরিক আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির সম্ভাব্য নতুন সরকারের প্রস্তাবিত পদক্ষেপের জোরালো বিরোধিতা করছে৷

বৃহস্পতিবার সেই সংঘাত মতুন মাত্রা পাচ্ছে৷ এ দিন সংসদের নিম্ন কক্ষে সম্ভাব্য সরকারের শরিক দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দল সংক্রমণ সুরক্ষা আইনের খসড়া নিয়ে ভোটাভুটির উদ্যোগ নিচ্ছে৷ অন্যদিকে বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন৷ করোনা সংক্রমণের অস্বাভাবিক হারে রাশ টানতে অবিলম্বে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে ঐকমত্য সম্ভব না হলে সংসদের উচ্চ কক্ষে কোনো প্রস্তাব পাশ করানো কঠিন হয়ে উঠতে পারে৷ বিশেষ করে ইউনিয়ন শিবিরের নেতৃত্বে রাজ্য সরকারগুলি নিম্ন কক্ষের প্রস্তাব অনুমোদন নাও করতে পারে৷ ১৬টির মধ্যে ১০টি রাজ্যেই এই রাজনৈতিক শক্তি ক্ষমতায় রয়েছে৷

করোনা সংকটের শুরুতে জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারের হাতে বাড়তি ক্ষমতা দিতে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, ২৫শে নভেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে৷ সম্ভাব্য সরকার নতুন করে সেই মেয়াদ না বাড়িয়ে বিকল্প পদক্ষেপের প্রস্তাব দিচ্ছে৷ গোটা দেশের জন্য একক বিধিনিয়মের বদলে রাজ্য সরকারগুলির হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে চায় তারা৷ তাছাড়া আদালতে এমন পদক্ষেপ যাতে চ্যালেঞ্জ না করা যায়, সেটাও নিশ্চত করতে চায় এই তিন দল৷  ইউনিয়ন শিবির তার বিরোধিতা করে পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে আরও কড়া পদক্ষেপের দাবি করছে৷ সবুজ দলের নেতা রোব্যার্ট হাবেক ইউনিয়ন শিবিরকে সতর্ক করে দিয়ে বলেছেন, যে উচ্চ কক্ষে আইনের খসড়া অনুমোদন না করলে জার্মানিতে মহামারি মোকাবিলার কোনো আইনি ভিত্তি আর থাকবে না৷ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মূল্যবান সময় নষ্ট করার অভিযোগ করছেন৷

বুধবার রাতে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান লোটার ভিলার রাজনৈতিক টালবাহানার তীব্র সমালোচনা করে জার্মানিতে ভয়াবহ এক পরিস্থিতির পূর্বাভাস দিয়েছেন৷ তার মতে, বেড়ে চলা সংক্রমণের প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়৷ বাস্তবে সংক্রমণের হার আরও বেশি বলে তিনি আশঙ্কা করছেন৷ তার ধারণা, সংক্রমণের হার দুই থেকে তিন গুণ হতে পারে৷ এমন জরুরি অবস্থায় ওষুধের দোকানেও করোনা টিকা দেবার ব্যবস্থার পক্ষে সওয়াল করেন তিনি৷ উল্লেখ্য, প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক সংক্রমণের হার বৃহস্পতিবার ৩৩৬ পেরিয়ে গেছে৷ জার্মানির একাধিক হাসপাতালের আইসিইউ ভরে যাওয়ায় নতুন করে রোগী ভর্তি করা যাচ্ছে না৷ বাভেরিয়া থেকে কিছু রোগীকে ইটালিতে পাঠাতে হচ্ছে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য