1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে একটি মুসলিম কিন্ডারগার্টেন বন্ধ হচ্ছে 

২৭ মার্চ ২০১৯

জার্মানির পশ্চিমাঞ্চলের একটি রাজ্যের একমাত্র মুসলিম কিন্ডারগার্টেন বন্ধ হতে চলেছে৷ স্থানীয় আদালত এর জন্য ঐ কিন্ডারগার্টেনের ‘সালাফিস্ট' ঘনিষ্ঠতাকে দায়ী করেছে৷

https://p.dw.com/p/3FiqU
Muslimische Kita Al-Nur
ছবি: picture-alliance/dpa/P. Zschunke

জার্মানির রাইনলান্ড-ফালৎস রাজ্যের একমাত্র মুসলিম কিন্ডারগার্টেন মাইনৎস শহরের আল-নূর কিন্ডারগার্টেন৷ কিন্তু আদালতের এক সাম্প্রতিক রায়ের কারণে ৩০ এপ্রিল বন্ধ হয়ে যাচ্ছে সেটি৷

কিছুদিন আগে এই স্কুলটি বন্ধের দাবি জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল৷ তাদের অভিযোগ ছিল, ঐ স্কুল পরিচালনাকারী সংস্থা ‘আরব নিল-রাইন'  সালাফিস্ট মতাদর্শীদের ঘনিষ্ঠ৷ এছাড়া স্কুলের ভেতর নাকি এমন সব বইপত্র ছড়ানো থাকে, যা শিশুদের জার্মান সমাজে মিশতে সমস্যার জন্ম দেয়৷

আদালত এসব অভিযোগের সত্যতা যাচাই করে স্কুলটি বন্ধের রায় দিয়েছে৷

তবে আদালতের রায় সত্ত্বেও সালাফিস্ট-ঘনিষ্ঠ হবার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ‘আরব নিল-রাইন' সংস্থার মুখপাত্র সামি এল হাগ্রাসি৷ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি৷ সামি বলেন, ‘‘আমরা জার্মান সংবিধান মেনে চলি ও তাকে সম্মান করি৷''

আপাতত স্কুলে পাঠরত শিশুদের বাবা-মায়েদের বাড়তি সময় দেওয়া হয়েছে, যেন তাঁরা বাচ্চাদের জন্য বিকল্প স্কুলের সন্ধান করতে পারেন৷

আলেকজান্ডার পিয়ারসন/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান