1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইয়েমেনের বিমান নিষিদ্ধ, যুক্তরাজ্যের হুঁশিয়ারি

১ নভেম্বর ২০১০

শিকাগোর ইহুদি স্থাপনায় হামলার উদ্দেশ্যে পাঠানো বোমার একটি পার্সেল জার্মানির কোলন দিয়ে লন্ডন পৌঁছেছিল৷ এহেন এক তথ্য প্রকাশের পর, ইয়েমেন থেকে সকল বিমান প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে জার্মানি৷

https://p.dw.com/p/Pvao
এই সেই বোমাছবি: AP

এদিকে এই ঘটনার পর, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ঘটনার মূল উৎস ইয়েমেনে চলছে ব্যাপক নিরাপত্তা তৎপরতা৷ জার্মান বিমান সংস্থার মুখপাত্র কর্নেলিয়া ক্রামের বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইয়েমেন থেকে কোন যাত্রীবাহী বিমান আসা নিষিদ্ধ করা হয়েছে৷ উল্লেখ্য এর আগে, দুবাই এবং লন্ডনে দুই পার্সেল বোমা আটক হওয়ার পরপরই ইয়েমেন থেকে আসা সকল পার্সেল বিলি করা বন্ধ রেখেছে জার্মান কর্তৃপক্ষ৷

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার জন্য পাঠানো পার্সেল বোমা আটকের ঘটনার পর ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল স্যার ডেভিড রিচার্ডস আজ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনকে অবশ্যই আরেকটি আফগানিস্তান হতে দেওয়া যাবে না৷ রিচার্ডস এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যাপারে ইয়েমেন সরকারের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন৷ তিনি বলেন, ব্রিটেনও এক্ষেত্রে ইয়েমেন সরকারকে সাহায্য করবে৷ তবে এই ঘটনার প্রেক্ষিতে এখনই ইয়েমেনে ব্রিটিশ সেনা পাঠানো কিংবা সেখানে ড্রোন হামলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে একটি সূত্র৷

Flash-Galerie Jemen Bombe
এমিরেটস-এর এই ফ্লাইটেই ছিল বোমার প্যাকেটছবি: AP

এই ষড়যন্ত্রের সঙ্গে সৌদি আরবের বোমা প্রস্তুতকারী এক যুবকের অভিযুক্ত থাকার কথা শোনা যাচ্ছে৷ ওয়াশিংটন বলছে, সন্দেহভাজন ইব্রাহিম হাসান আল আশিরি নামের ২৮ বছরের ঐ যুবক আল-কায়েদার বোমা প্রস্তুতকারী৷ বিস্ফোরক দ্রব্য তৈরি এবং এই ধরণের কাজে আল-আশিরির আগেও জড়িত থাকার অভিজ্ঞতা তার প্রতি সন্দেহকে আরও গভীর করেছে৷ এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের অনুসন্ধানে ইয়েমেনে একটি বিশেষ দল পাঠিয়েছে অ্যামেরিকা৷ এ ব্যাপারে হোয়াইট হাউসের সন্ত্রাস বিরোধী সেলের শীর্ষ কর্মকর্তা জন ব্রেনানের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের এক শীর্ষ কর্মকর্তা৷

ঘটনাটি ইয়েমেনে আল-কায়েদার অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে৷ তবে ইয়েমেন সরকার এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ঘোষণা দিয়েছে৷ ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা বলছে, ইয়েমেনের বিমান কর্তৃপক্ষ ইয়েমেনের বিমানবন্দর ত্যাগ করার আগে পণ্যবাহী বিমানগুলোতে অতিরিক্ত তল্লাশি চালাচ্ছে৷ সেইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷ ঘটনার পরপরই ইয়েমেন কম্পিউটার বিজ্ঞানের এক ছাত্রীকে এর সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছিল৷ পার্সেলের থাকা একটি টেলিফোন নম্বরের সূত্র ধরেই আটক করা হয়েছিল হানান আল সামায়ি নামের ঐ ছাত্রীকে৷ তবে ঘটনার সাথে তার কোন সম্পর্ক নেই এমন বিষয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ