1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইসলাম অনাকাঙ্ক্ষিত

২ মে ২০১৬

জার্মানির দক্ষিণপন্থি এএফডি দল রবিবার তাদের ইশতাহার প্রকাশ করেছে৷ তাতে ইসলাম-বিরোধিতার পাশাপাশি অভিবাসনের মতো বিষয়েও নিজেদের অবস্থান খোলসা করেছে পপুলিস্ট এই দল৷

https://p.dw.com/p/1IgNF
ছবি: Reuters/W. Rattay

ইসলাম ধর্ম নাকি জার্মানির সংবিধানের সঙ্গে খাপ খায় না৷ তবে জার্মানিতে বসবাসরত যে সব মুসলিম দেশের সংবিধান মেনে চলেন, তাদের মেনে নিতে প্রস্তুত জার্মানির রাজনৈতিক মঞ্চে সদ্য জেগে ওঠা এএফডি দল, জার্মান ভাষায় যার পোশাকি নাম ‘জার্মানির জন্য বিকল্প'৷ ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়ার বর্তমান অনেক বিষয়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সম্বল করে দলটি আত্মপ্রকাশ করেছিল৷

দলের বিভিন্ন নেতার কণ্ঠে চরম দক্ষিণপন্থি, বিদেশি বিদ্বেষী মন্তব্য শোনা গেছে৷ নেতৃত্বের মধ্যে মতভেদ বার বার প্রকট হয়েছে৷ কিন্তু একের পর এক রাজ্যের নির্বাচনে তাদের অভাবনীয় সাফল্য ও জনমত জরিপে তাদের বেড়ে চলা সমর্থন আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না৷ মূল স্রোতের দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লক্ষ্যে এএফডি রবিবার এক ইশতাহার প্রকাশ করেছে৷

সমাজে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে অবশ্য ইসলাম-বিরোধী অবস্থান আগের তুলনায় কিছুটা নরম করেছে এএফডি৷

সম্প্রতি ডয়চে ভেলে-র ‘কনফ্লিকট জোন' নামের সাক্ষাৎকারের অনুষ্ঠানে এএফডি নেত্রী ফ্রাউকে পেত্রী'কে দলের নানা বিতর্কিত অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয়৷

জার্মানির রাজনৈতিক মঞ্চে এএফডির মতো দলের এই উত্থান বাকি সব দলের জন্য গভীর দুশ্চিন্তার কারণ৷ অনেকের মতে, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত হানছে এই দল৷ এমনকি তারা জার্মান সংবিধান লঙ্ঘন করছেন বলেও অনেকে অভিযোগ করছে৷

বেশ কিছুকাল ধরে ইউরোপের একাধিক দেশে চরম দক্ষিণপন্থি দলগুলির নির্বাচনি সাফল্য গোটা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু জার্মানি এতকাল এই বিপজ্জ্নক প্রবণতা থেকে বিচ্ছিন্ন ছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের নাৎসি জমানার দুঃসপ্নের প্রেক্ষাপটে এএফডির উত্থান তাই অনেকের কাছেই এক অশনি সংকেত৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য