1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বেচ্ছায় দেশে ফিরে গেলে ‘নগদ অর্থ'

৩ ডিসেম্বর ২০১৭

জার্মানিতে আশ্রয়ের জন্য যেসব প্রার্থীদের আবেদন নাকচ হয়েছে, তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ৷ এজন্য জার্মান সরকার ‘নগদ প্রণোদনার' ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

https://p.dw.com/p/2og2s
আফগান আশ্রয়প্রার্থী
ছবি: DW/S.Petersmann

রবিবার জার্মান পত্রিকা ‘বিল্ড আম সোনটাগ'-কে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মেজিয়ের বলেছেন, জার্মান সরকার চায় প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীরা যাতে নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যায়, অর্থাৎ তাদের যেন বলপ্রয়োগ করতে না হয়৷ এ জন্য তাদের নগদ অর্থ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

বেশ কিছু বছর ধরেই জার্মানিতে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার৷ কেবল যাতায়াত খরচই নয়, সেখানে গিয়ে যাতে তারা ভালোভাবে জীবন শুরু করতে পারে, সেজন্যও অর্থ প্রদান করা হয়ে থাকে৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যাবে তাদের জন প্রতি ১ হাজার ইউরো এবং এক একটি পরিবারকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত দেয়া হবে৷



প্রত্যাখ্যাত শরণার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘‘তোমরা যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাও, তাদের নিজের দেশে প্রথম ১২ মাসের আবাসন খরচ দেয়া হবে৷'' এই অর্থ তাদের নিজেদের দেশের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি৷ এছাড়া বাড়িঘর সংস্কার, রান্নাঘর, বাথরুমের জিনিসপত্র কেনার জন্য পাবে অতিরিক্ত অর্থ৷ এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘তোমার দেশ এখন তোমার ভবিষ্যত'৷

আশ্রয়প্রার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘‘নিজের দেশে তোমাদের অনেক সুযোগ রয়েছে৷ তাই তোমাদের সব ধরনের সহায়তা আমরা দেবো যাতে সেখানে নিজেকে মানিয়ে নিতে পারো৷''

বাভেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ‘উইকলি ভেল্ট আম সোনটাগ' পত্রিকাকে বলেছেন, যেসব আফগানদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে, বিমান ছাড়ার আগ মুহূর্তে তারা পালিয়ে গেছে৷

তবে জার্মানির শরণার্থী সমন্বয়কারী পেটার আল্টমায়ার ‘বিল্ড আম সনটাগ' পত্রিকাকে বলেছেন, ‘‘সিরিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন৷ কেননা সেখানে এখনো গৃহযুদ্ধ চলছে এবং এখনো সেখান থেকে প্রচুর শরণার্থী আসছে৷'' তিনি জানান, সিরিয়ার প্রতিবেশী দেশ ইরাকে বেশ কিছু আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠানো হয়েছে৷ কিন্তু সিরিয়ায় পরিস্থিতির উন্নতি না ঘটলে সেখানকার শরণার্থীদের এখনো ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি৷

এদিকে, বাভেরিয়া এবং সাক্সনিতে থাকা শরণার্থীদের বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে লাইপসিগ শহরে বৈঠকে বসছেন সেসব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা৷


এপিবি/ডিজি (এএফপি, বিল্ড আম সোনটাগ)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য