1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবার ফিরছে করোনা

৩ অক্টোবর ২০২২

জার্মানিতে করোনার সংক্রমণ আবার আশঙ্কাজনক হারে বাড়ছে৷ ফলে আবার ফিরছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি৷

https://p.dw.com/p/4HgtG
München Bahn Maskenpflicht
ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance

গত সপ্তাহ দুয়েক ধরে জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রণদ্রুত বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৯৬ হাজার ৩৬৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে৷ ফলে সরকার যে সতর্কবার্তা দিয়ে আসছিল তা পুরোপুরি সত্যি হতে চলেছে৷ গত সপ্তাহের তুলনায় সংক্রমণ দ্বিগুণ বাড়ায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে৷ ফলে আবার ফিরছে নির্দিষ্ট কিছু স্থানে মাস্ক পরার কড়াকড়ি৷

শনিবার থেকে জার্মানির সব দূরপাল্লার ট্রেনে ১৪ বছরের বেশি বয়সি সব যাত্রীকে এফএফপি২ মাস্ক পরতে হবে৷ অন্য গণপরিবহণ, অর্থাৎ লোকাল ট্রেন, বাস এবং ট্রামে অবশ্য যুক্তরাষ্ট্রের এন৯৫-এর সমতুল্য এই মাস্ক পরা এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না৷ সেসব যানবাহনে যাত্রীদের সার্জিক্যাল মাস্ক পরতে হবে৷  স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানোর বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে৷ বিমানে যাত্রীদের ইউরোপের অন্যান্য দেশের বিমানে যে ধরনের মাস্ক পরতে হয়, সেই মাস্কই পরতে হবে৷

জার্মানির সব স্কুলে ১১-র কম বয়সের শিক্ষার্থীদের জন্য এখনো মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি৷ তবে ১১-র বেশি বয়সিদের পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত স্কুলে সব সময় সার্জিক্যাল মাস্ক পরতে হবে৷

এছাড়া হাসপতাল, নার্সিং হোম এবং ডাক্তারদের চেম্বারেও ফিরছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি৷ এসব জায়গায় সবাইকে এফএফপি২ মাস্ক পরতে হবে৷ নার্সিং হোম এবং হাসপাতালে ঢুকতে হলে সবাইকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সপ্তাহে একাধিকবার করোনা পরীক্ষা করতে হবে৷

অতীতে করোনা মহামারিকে রুখতে কেন্দ্রীয় সরকারের লকডাউন বা কঠোর স্বাস্থবিধির ঘোষণায় অনেক রাজ্যই অসন্তোষ প্রকাশ করেছে৷ তবে এবারের পরিস্থিতি ভিন্ন৷ এবার জার্মানির ১৬টি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীই করোনার সংক্রমণ যাতে আর না বাড়ে সেই বিষয়ে সতর্ক থাকার বিষয়ে একমত হয়েছেন৷

এসিবি/ কেএম (এপি, ডিপিএ, ইপিডি)