1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি গভীর মন্দার দিকে যাচ্ছে

৯ এপ্রিল ২০২০

জার্মানির পাঁচটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান বুধবার এক প্রতিবেদনে এমন বক্তব্য দিয়েছে৷ জার্মানি দ্রুত এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করছে তারা৷

https://p.dw.com/p/3ahBv
ছবি: Getty Images/A. Koerner

করোনার বিস্তার ঠেকাতে জার্মানিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় চলতি বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪.২ শতাংশ কমতে পারে বলে মনে করছেন গবেষকেরা৷ 

তাঁরা বলছেন, ইতিমধ্যে বছরের প্রথম তিনমাসে জিডিপি ১.৯ শতাংশ কমে থাকতে পারে৷ আর দ্বিতীয় কোয়ার্টার বা প্রান্তিকে জিডিপি ৯ .৮ শতাংশ কমতে পারে বলে মনে করছেন তারা৷ যদি তাই হয় তাহলে সেটা হবে ১৯৭০ সাল থেকে প্রতি প্রান্তিকের হিসাব রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ৷

এছাড়া দ্বিতীয় প্রান্তিকের সম্ভাব্য এই সংখ্যা বৈশ্বিক মন্দার সময় ২০০৯ সালের প্রথম প্রান্তিকের দ্বিগুণ হবে বলে মনে করে আইএফও ইনস্টিটিউট৷

সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা টিমো ভলম্যার্সহয়জার বলেন, চলতি বছর বেকারত্বের হার বেড়ে ৫.৯ শতাংশ হতে পারে, গতবছর তা ছিল পাঁচ শতাংশ৷

করোনায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের নিশ্চয়তার দায়িত্ব নেয়া, কর্মঘণ্টা কমে যাওয়া কর্মীদের আর্থিক সহায়তা দেয়া, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে সরাসরি অর্থ সহায়তা দেয়া- ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়েছে৷ 

এসব কারণে ২০২০ সালে জার্মানির মোট ঋণের পরিমাণ বেড়ে জিডিপির ৭০ শতাংশ হতে পারে বলে মনে করছেন গবেষকরা৷ ২০১৮ সালে এই সংখ্যাটি ছিল ৬১.৯ শতাংশ৷

এমন পরিস্থিতি জার্মানি দ্রুত কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন গবেষকরা৷ তবে দ্বিতীয় দফায় করোনা আঘাত হানলে তা সম্ভব নাও হতে পারে বলে আশংকা তাঁদের৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

২০ মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য