1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেকড় জানতে চাওয়া কি বর্ণবাদ?

২২ মার্চ ২০১৯

শেকড় অন্য দেশে হলেও তাঁরা জার্মান নাগরিক৷ অথচ এরপরও নিজের পরিচয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের৷ এটি কি শুধুই কৌতূহলের কারণে, নাকি তা বর্ণবাদের বহিঃপ্রকাশ? সম্প্রতি দেশটিতে নতুন করে এমনই এক বিতর্ক তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/3FTh1
ছবি: Getty Images

তাহির দেলার জন্ম ১৯৬২ সালে জার্মানির মিউনিখ শহরে৷ দু'বছর আগে বার্লিনে স্থানান্তর হলেও সেখানকার অনেক কিছুই তিনি ভুলতে পারেননি৷ কেউ যখন তাঁকে প্রশ্ন করেন যে দেলা কোথা থেকে এসেছেন, দেলা অবলীলায় জবাব দেন তিনি মিউনিখ থেকে এসেছেন৷ কিন্তু অনেক বেয়াড়া মানুষই সেই উত্তরে সন্তুষ্ট হন না৷ তাঁরা একের পর এক প্রশ্ন করে যান, দেলার আসল দেশ কোনটি, কোথা থেকে তাঁর বাবা-মা কিংবা তাঁদের বাবা-মায়েরা এসেছেন? ‘‘কারো সাথে পরিচয় হলে এগুলোই হয় প্রথম প্রশ্ন,'' বলছিলেন দেলা৷ তাঁর মতে, ‘‘শ্বেতাঙ্গ জার্মানদের নিজেদের মধ্যে যখন দেখা হয় তাঁরা কখনোই শুরুতে একে-অন্যকে এমন প্রশ্ন করেন না৷ হয়ত পরিচয়ের কিছুক্ষণ পর এ সব বিষয় জানতে চাইলেও চাইতে পারেন৷’’

কৃষ্ণাঙ্গ এবং জার্মান

দেলার কাছে সব সময়ই এ সব প্রশ্ন আপত্তিকর মনে হয়৷ তাঁর মতে, এটা বর্ণবাদেরই বহিঃপ্রকাশ৷ ‘‘মানুষজন আমার আদি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন৷ মানুষের মধ্যে আসলে প্রশ্ন হলো – কীভাবে এবং কেন একজন কৃষ্ণাঙ্গ এখানে এসেছেন৷ সেই ব্যাখ্যাটি তাঁরা শুনতে চান৷’’ এমনকি কেউ যখন অসম্মান করার জন্য নয়, নিতান্ত কৌতূহলবশত এই প্রশ্ন করেন, ‘‘তখনও বিষয়টি আমাকে অপ্রস্তুত করে'', বলছিলেন দেলা৷ তাঁর মতে, শেকড় নিয়ে এমন অনবরত প্রশ্ন আসলে বর্ণবাদেরই একটি ধরণ৷

বলা বাহুল্য জার্মান হলেও তাঁর চুলের রং স্বর্ণালী নয়, কিংবা ত্বক শ্বেত নয়৷ যার কারণে শেকড় নিয়ে তৈরি হওয়া প্রশ্নে দেলা রীতিমত অসুস্থ বোধ করেন৷

কয়েক সপ্তাহ আগে, টু্ইটার ব্যবহারকারীরা হ্যাশট্যাগ #ফনহিয়ার (#vonhier, অর্থাৎ এখানথেকে) দিয়ে নিজেদের এমন অভিজ্ঞতা জানাতে শুরু করেন৷

পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ

আলোচনাটি উসকে দেন বাভেরিয়ান সাংবাদিক ম্যালকম ওহানভে৷ তিনি অনলাইনে জার্মান সংগীতজ্ঞ ডিয়ার বোলেন-এর একটি অনুষ্ঠানের ভিডিও দেন৷ যেখানে বহলেন পাঁচ বছর বয়সি এক প্রতিযোগীকে অনবরত তার জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন করে যাচ্ছিলেন৷ শিশুটি তাকে প্রথমে জবাব দিল যে সে উত্তর রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের হার্নে শহর থেকে এসেছে৷ কিন্তু বোলেন এরপরও জোরাজুরি করছিলেন, ‘‘তোমার বাবা-মা কোথা থেকে এসেছে, ফিলিপাইন্স থেকে?’’ শিশুটি জবাব দিল, ‘‘না, তারাও হার্ন থেকেই এসেছে৷’’ তারপর বোলেন জিজ্ঞাসা করলেন, ‘‘তাদের জন্ম কোথায় হয়েছে?’’ সবশেষে মেয়েটির মা এসে বোলেনকে সন্তুষ্ট করলেন৷ জানালেন, তাদের থাই শেকড় রয়েছে৷   

দেলা বলেন, বোলেন-এর একের পর এক প্রশ্ন থেকে বোঝা যায় যে মানুষ শিশুদেরও তার শেকড় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ছাড়েন না৷ তাঁর বিশ্বাস, বোলেন মেয়েটির পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কেননা তাঁর এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মেয়েটি জার্মান৷ ‘‘জার্মানরা হয়ত এ সত্যটিকে অস্বীকার করতে চান যে জার্মানিতে এমন একটি সমাজ তৈরি হয়েছে, যা বিভিন্ন জায়গা আর ঐতিহ্য থেকে আসা শরণার্থীদের মাধ্যমে গড়ে উঠেছে,’’ বলছিলেন দেলা৷

অতিমাত্রায় সংবেদনশীলতা?

কিন্তু প্রশ্ন হলো, কাউকে তাঁর শেকড় সম্পর্কে জানতে চাওয়ার মানেই কি প্রশ্নকর্তা বর্ণবাদী? সাংবাদিক ড্যুৎসেন টেকাল তেমনটা মনে করেন না৷ ‘‘আমি আসলেই বুঝতে পারি না যে কাউকে ‘কোথা থেকে এসেছেন’, এই প্রশ্নটি করা হলে কেন তিনি বিব্রত হবেন৷ আমি বহুবার এমন প্রশ্ন শুনেছি, কিন্তু কখনই বৈষম্য বোধ করিনি৷’’ প্রসঙ্গত, ড্যুৎসেন টেকালের বাবা-মায়ের কুর্দি ও ইয়াজিদি শেকড় রয়েছে৷ তাঁরা তুরস্ক থেকে জার্মানিতে এসেছেন৷ 

টুইটারে শুরু হওয়া হ্যাশট্যাগ বিতর্কটির মাধ্যমে কেউ বর্ণবাদের শিকার হয়েছে – এমনটা ভাবতে উৎসাহিত করা হচ্ছে বলেও মনে করেন টেকাল৷ তিনি বলেন, একজন যখন তাঁর শেকড়ের কারণে অবহেলিত হন, তখনই একে প্রকৃতপক্ষে বর্ণবাদ হিসেবে অভিহিত করা যায়৷ তাই অতিমাত্রার সংবেদনশীলতা বাদ দিয়ে প্রকৃত সমস্যায় মনযোগী হওয়া উচিত বলেও মনে করেন তিনি৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘যাঁদের বিদেশি নাম রয়েছে কিংবা বাবা-মা অন্য কোনো দেশ থেকে জার্মানিতে এসেছেন, তাঁদের বাড়ি খুঁজে পেতে খুবই সমস্যায় পড়তে হয়৷’’

জার্মানিকে সময়ের সাথে এগোতে হবে

তবে দেলা মনে করেন সমস্যাগুলো একটি কয়েনের দু'টি পাশের মতো৷ একজন বড়ির মালিক যে কারণে একজন ভাড়াটিয়াকে বাড়িভাড়া দিতে চান না, সেই একই কারণে তিনি একজন ব্যক্তির শেকড়ের খোঁজ নেন৷ তাঁর কথায়, ‘‘এর কারণ বর্ণবাদ সংক্রান্ত মনোভাব৷ তাঁরা বিশ্বাসই করেন যে এই মানুষগুলোর এই দেশে কিংবা এই সমাজে থাকার কোনো অধিকার নেই৷’’ তাঁর মতে, আবাসন খাতের বর্ণবাদ নিয়ে যেমন লড়াই করতে হবে তেমনি প্রতিদিনের জীবনের সাধারণ বর্ণবাদগুলোকেও একই গুরুত্ব দিতে হবে৷  

তিনি আরো জানান যে, জার্মানিতে বসবাস করা সত্ত্বেও তাঁকে ইংরেজিতে সম্বোধন করা হয়৷ অথচ ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, স্পেন কিংবা ইটালি যেখানেই গেছেন, সেখানে কিন্তু সকলে তাঁকে স্থানীয় ভাষাতেই সম্বোধন করেছেন৷ তাঁর মতে, এটিও বর্ণবাদেরই প্রকাশ৷ ‘‘কাজেই এই প্রেক্ষাপটে বললে জার্মানি এখনও সময়ের সাথে তাল মেলাতে পারেনি,’’ বলছিলেন দেলা৷

টেকাল অবশ্য আশাবাদী৷ তিনি মনে করেন, আগামীতে বিদেশি শেকড় নেই আর আছে – এমন জার্মানদের সম্পর্কে জটিলতা কমে যাবে৷ খোলামেলা আলোচনা আর কুসংস্কার দূর করার মাধ্যমে এই ব্যবধান ঘোচানোর সুযোগ তৈরি করে দিতেই তো ২১ মার্চ পালিত হয়ে গেল আন্তর্জাতিক বর্ণবাদ বৈষম্য দূরীকরণ দিবস৷  

পেটার হিলে/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য