1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান হ্যাকারের স্বীকারোক্তি

৮ জানুয়ারি ২০১৯

২০ বছর বয়সি এক জার্মান হ্যাকার রাজনীতিবিদদের অ্যাকাউন্ট হ্যাকিংয়ে জড়িত থাকার ঘটনা স্বীকার করেছেন৷ জার্মান পুলিশকে তিনি জানান, বিরক্তি থেকে এ কাজ করেছেন৷ পুলিশ তাঁর নাম প্রকাশ করেনি৷

https://p.dw.com/p/3BChk
Tastatur und Bildschirm  mit Programmiercode und Binärcode
ছবি: picture-alliance/K. Ohlenschläger

ফ্রাঙ্কফুর্ট প্রশাসনের ইন্টারনেট অপরাধ বিষয়ক কার্যালয়ের মুখপাত্র জর্জ উনগেফুক মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেন৷ তিনি বলেন, সেই হ্যাকার তাঁর বাবা-মায়ের সঙ্গে হেসে প্রদেশে বসবাস করেন৷ পুলিশ তাকে  ছেড়ে দিয়েছে৷ উনগেফুক জানান, তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন পড়েনি৷ নিজে থেকেই সব তথ্য জানিয়েছেন৷

তিনি বলেন, শুধুমাত্র বিখ্যাতদের মন্তব্যে বিরক্ত হয়েই এমনটি করেছেন বলে সেই তরুণ দাবি করেছেন৷ পুলিশ ইতোমধ্যে তার কম্পিটার ও হার্ডডিস্ক জব্দ করেছে৷

যেসব রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার অন্যতম৷ হ্যাকিংয়ের তালিকায় প্রায় ১ হাজার রাজনীতিক, সাংবাদিকও ছিলেন৷  

উত্তর স্টুটগার্টের হেইলব্রন শহরের ১৯ বছর বয়সি এক তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই হ্যাকারকে খুঁজে পায়৷ সেই তরুণের  টুইটার অ্যাকাউন্টে হ্যাক হওয়া  বেশ কিছু তথ্য পাওয়া গেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে৷  জিজ্ঞাসাবাদে তিনি জানান,  এসব তথ্য তাকে ঐ হ্যাকার দিয়েছিল৷ তথ্যগুলো প্রকাশ হওয়ার পরই হ্যাকার তাঁকে কম্পিউটার নষ্ট করে ফেলার কথাও বলেন৷ প্রথমে পুলিশ এই তরুণকেই হ্যাকার বলে সন্দেহ করেছিল৷

এইসব রাজনীতিক, সাংবাদিকদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা, ফোনবুকে থাকা নম্বর, বিলের কপি, আইডেন্টি কার্ডের মতো তথ্য অনলাইনে প্রকাশ করে হ্যাকার৷

উনগেফুক জানান, অভিযুক্ত তরুণ পালাবে এমন আশঙ্কা নেই৷ এই ঘটনার জন্য সে অনুতপ্ত৷ বয়স কম হিসেবে তার বিচার জার্মান কিশোর আইনের অধীনে হবে৷

পুলিশের মুখপাত্র জানান, সেই তরুণ নিজে স্বীকারোক্তি দিলেও তার আসল উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে৷ আদৌ কোনো অপরাধমূলক পরিকল্পনা বা রাজনৈতিক প্রভাবে এই হ্যাকিং করেছে কিনা সেটিই মূল বিবেচনায় রাখা হয়েছে৷

উনগেফুক আরো জানান, তার বাসা থেকে কম্পিউটার উদ্ধারের আগে সে কিছু তথ্য মুছে দিয়েছে৷ তবে আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেগুলো উদ্ধার করা সম্ভব হবে৷ তবে পুলিশ হ্যাকারের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা জানার চেষ্টা করছে৷

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে হ্যাক হওয়া এইসব ডাটা অরবিট নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে  প্রথম প্রকাশিত হয়৷ পরে গত সপ্তাহে অসংখ্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷

জেফারসন চেজ/এফএ/এসিবি (এএফপি, এপিই)