1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান বুক প্রাইজ

আয়গুল সিৎমেসিওগ্লু/এপিবি১৩ সেপ্টেম্বর ২০১৩

অক্টোবরে দেয়া হবে জার্মান বুক প্রাইজ৷ বেছে নেয়া ছয়টি বইয়ের মধ্যে থেকে একটি পাবে এ পুরস্কার৷ এবারের বিষয়গুলো প্রায় একইরকম৷ অর্থাৎ বইগুলির মধ্যে ভিন্নতা খুবই কম৷

https://p.dw.com/p/19ggp
ছবি: Reuters

প্রতি বছরই ফ্রাংকফুর্ট বইমেলার আগের সন্ধ্যায় প্রথা অনুযায়ী জার্মান বুক প্রাইজ বিজয়ীকে পুরস্কার দেয়া হয়৷ ২০০৫ সাল থেকে বিজয়ী এবং দ্বিতীয় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে মোট ৩৭ হাজার ৫০০ ইউরো হাতে তুলে দেয়া হতো৷ ব্রিটিশ বুকার প্রাইজ এবং ফ্রান্সের প্রিক্স গঁকুর-এর মতো বিশ্বে জার্মান ভাষার সাহিত্যকে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ৷

মনোনীত ছয়টি উপন্যাসের মধ্যে থেকে একটিকে বেছে নিতে রীতিমত হিমশিম খাচ্ছেন সাতজন জুরি৷ তবে পরিবার এবং সম্পর্কভিত্তিক বিষয় বিবেচনা করেই এই ছয়টি উপন্যাসকে মনোনীত করা হয়েছে৷

নেভার এগেইন নাইট

সাহিত্য অনুরাগীদের কাছে ব্যাপক জনপ্রিয় এই লেখক মির্কো বনে৷ হামবুর্গের অধিবাসী এই লেখক সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করার পর অনুবাদকের কাজ শুরু করেন৷ এরপর শুরু করেন কাব্য রচনা, যা তাঁকে ভূষিত করেছেন নানা পুরস্কারে৷ ‘নেভার এগেইন নাইট' তাঁর পঞ্চম উপন্যাস৷ ১৯৪৪ সালে ফ্রান্সের অ্যাটলান্টিক উপকূলে এক ব্যক্তি তাঁর ভাগ্নেকে নিয়ে ভ্রমণে যান৷ সেখানে গিয়ে মৃত বোনের স্মৃতিচারণ, তাঁদের সম্পর্ক এবং সেই সময়ের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন এই লেখক৷

Bildbeschreibung: Titel: Monika Zeiner Schlagworte: Monika Zeiner, Literatur Wer hat das Bild gemacht?: Milena Schlösser Wann wurde das Bild gemacht?: Wo wurde das Bild aufgenommen?: Bildbeschreibung: Porträt Monika Zeiner In welchem Zusammenhang soll das Bild/sollen die Bilder verwendet werden?: Onlineartikel
লেখিকা মনিকা সাইনারছবি: Milena Schlösser/Blumenbar Verlag

নাথিং অফ ইউ অন আর্থ

জার্মানির অন্যতম জনপ্রিয় লেখক রাইনহার্ড ইয়ের্গল, যিনি এর আগে দেশের সম্মানজনক গিয়র্গ ব্যুশনার সাহিত্য পুরস্কার পেয়েছেন৷ বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর উপন্যাস ‘নাথিং অফ ইউ অন আর্থ' লেখা হয়েছে একদল মানুষকে নিয়ে৷ জীনগত সমস্যাজনিত একটি মানবগোষ্ঠী মঙ্গলে গিয়ে মানুষের উপযোগী করে গড়ে তুলতে চায় গ্রহটি৷ উপন্যাসের শেষে লেখক কয়েকটি প্রশ্ন রেখেছেন, যার উত্তর পাঠকদের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি৷

ইন স্টোন

লাইপসিশ শহরের অধিবাসী ক্লেমেন্স মেয়ারের লেখা যে কোনো মানুষের মনে দাগ কাটতে বাধ্য – এমনটাই মত সমালোচকদের৷ তাঁর লেখার মধ্যে মানবিক আবেদন ফুটে ওঠে সব সময়৷ এবারের উপন্যাসে তিনি যৌনব্যবসার সার্বিক চিত্র যেমন তুলে ধরেছেন, তেমনি যৌনকর্মীদের মানবিক এবং তাঁদের মধ্যে যে ভালোবাসা বা মমতাবোধ থাকতে পারে সেটার চিত্রও তুলে ধরেছেন তিনি৷

দ্য মনস্টার

এ বছরের জনপ্রিয়তার তালিকায় অন্যতম লেখক হাঙ্গেরীয় বংশোদ্ভূত তেরেৎসিয়া মোরা৷ তাঁর সবশেষ উপন্যাসটি যেখানে সমাপ্ত হয়েছে নতুন উপন্যাসটির শুরু সেখান থেকে৷ আইটি বিশেষজ্ঞ দারিয়ুস কপকে নিয়েই এগিয়ে গেছে এবারের কাহিনি৷ চাকরি হারানো এবং স্ত্রীর আত্মহত্যার পর কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেন, সেটাই নিয়ে এবারের কাহিনি৷ মানবতাবোধ, একাকিত্ব মানবজীবনের বেশ কয়েকটি দিক উঠে এসেছে এবারের উপন্যাসে৷ স্ত্রীর মৃত্যুর পর কপ হাঙ্গেরি যান, যেখানে তাঁর স্ত্রী শৈশব কাটিয়েছিলেন, সেখানে স্মৃতি হাতরে বেড়ান এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজেন৷

দ্য পজিশন অফ দ্য সান

৪৩ বছর বয়সি লেখিকা মারিঅন পশমান আসলে একজন কবি৷ আর তাঁর নতুন উপন্যাস ‘দ্য পজিশন অফ দ্য সান'-এ নিজ কাব্যিক ভাবের বহিঃপ্রকাশ ঘটেছে৷ তাঁর ভাষার গাঁথুনি উপন্যাসটিকে প্রাণ দিয়েছে৷ তৎকালীন পূর্ব এবং পশ্চিম জার্মানির ইতিহাস একজন মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে, উপন্যাসে উঠে এসেছে সেই চিত্র৷

দ্য অর্ডার অফ দ্য স্টার্স অ্যাবাভ কোমো

এ বছরের সবচেয়ে চমক লেখিকা মনিকা সাইনার৷ প্রথম লেখাতেই যিনি মাত করে দিয়েছেন পাঠক ও সমালোচকদের৷ ৬০০ পৃষ্ঠার ‘দ্য অর্ডার অফ দ্য স্টার্স অ্যাবাভ কোমো' উপন্যাসটি ৯০-এর দশকের বার্লিনের একটি পরিবারের কাহিনি নিয়ে৷ মনিকা ইটালির একটি ব্যান্ডের গায়িকা, যিনি রোমান্টিক পোয়েট্রিতে পিএইচডি করেছেন৷ তাঁর গল্প বলার ধরণে সংগীতের ছোঁয়া রয়েছে, যা তরুণ হৃদয়কে সহজেই আকৃষ্ট করবে বলে মনে করেন সমালোচকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য