1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞানীদের লোভ দেখানোর চেষ্টা ট্রাম্পের

১৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করা জার্মান বিজ্ঞানীদের এক বিলিয়ন ডলার দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ জার্মানির ‘ভেল্ট আম সনটাগ' পত্রিকা রবিবার এই তথ্য প্রকাশ করে৷

https://p.dw.com/p/3ZWaD
ছবি: Reuters/J. Ernst

অর্থের বিনিময়ে ট্রাম্প আবিষ্কৃত ভ্যাকসিনের একচেটিয়া অধিকার পেতে চেয়েছিলেন৷

তবে এক বিবৃতিতে ঐ বিজ্ঞানীদের কোম্পানি ‘কিওরভ্যাক’ ‘কোম্পানি বা এর প্রযুক্তির সম্ভাব্য বিক্রির দাবি’ প্রত্যাখ্যান করেছে৷

বেসরকারি গবেষণা সংস্থা ‘কিওরভ্যাক’ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট পাউল এয়ারলিশ ইন্সটিটিউটের সঙ্গে কাজ করে৷

আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরির আশা করছে কিওরভ্যাক৷ এরপর মানুষের উপর পরীক্ষা করার অনুমোদন চাওয়া হবে৷

জার্মানির অর্থনীতি বিষয়কমন্ত্রী পেটার আল্টমায়ার বলেছেন, ‘জার্মানি বিক্রির জন্য নয়’৷ সোমবার জার্মান ভাষায় দেয়া এক পডকাস্টে মন্তব্যের এই অংশটুকু ইংরেজিতেই বলেছেন তিনি৷

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ‘‘জার্মানির গবেষকরা সবার সঙ্গে মিলে ওষুধ ও ভ্যাকসিন তৈরির কাজ করতে সিদ্ধহস্ত৷ গবেষণার ফলাফলের একচেটিয়া অধিকার আমরা অন্যদের দিতে পারিনা৷’’

ভ্যাকসিন পরীক্ষা

যুক্তরাষ্ট্রের সিয়াটলের ‘কাইজার পার্মানেন্টে ওয়াশিংটন হেল্থ রিসার্চ ইন্সটিটিউট'-এ সোমবার একজন স্বেচ্ছাসেবীর শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের একটি পরীক্ষামূলক ডোজ ঢোকানো হবে৷

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট এই পরীক্ষায় আর্থিক সহায়তা দিচ্ছে৷

মোট ৪৫ জন তরুণ ও স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর শরীরে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে৷

তবে সবাই ব্যবহার করতে পারবেন এমন ভ্যাকসিন পেতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন৷

এদিকে, ইনোভিও ফার্মাসিউটিক্যালস মানুষের শরীরে তাদের আবিষ্কৃত ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রম আগামী মাসে শুরুর আশা করছে৷ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যানসাস শহরের একটি পরীক্ষাকেন্দ্রে এই কার্যক্রম চলবে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান