1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল ফেডারেশন কর্তার ইস্তফা

৬ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপে খারাপ ফলের দায় নিয়ে ইস্তফা দিলেন জার্মান ফুটবল ফেডারেশনের ডিরেক্টর অলিভার বিয়েহফ।

https://p.dw.com/p/4KW9S
ছবি: Frank Hoermann/SvenSimon/picture alliance

বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি জার্মানি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সাবেক বিশ্ব-চ্যাম্পিয়নদের খেলা হতাশ করেছে লাখ লাখ সমর্থককে। দলের এই হারের দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিলেন ফেডারেশনের ডিরেক্টর অলিভার।

ফেডারেশনরে সঙ্গে তার ১৮ বছরের সম্পর্ক শেষ করে অলিভার বলেছেন, দল যাতে নতুন দিশায় যেতে পারে, তার জন্য পথ খুলে দিচ্ছি।

কী বলেছেন অলিভার?

৫৪ বছর বয়সি অলিভার বলেছেন, ''যারা আমাকে সমর্থন করেছেন, তাদের দায়বদ্ধতা, আইডিয়া, প্যাশনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু কাতারে দল সমর্থকদের আশাপূরণ করতে পারেনি। তাই আমি পদ থেকে সরে যাচ্ছি। গত চার বছরে আমরা অতীতের সাফল্য ধরে রাখতে পারিনি। সমর্থকদের উল্লসিত হওয়ার মতো ফল করতে পারিনি।''

অলিভার বলেছেন, ''''কিছু সিদ্ধান্ত ঠিক ছিল না। তার জন্য আমিই সবচেয়ে বেশি দুঃখিত। আমি তার দায় নিজের কাঁধে তুলে নিচ্ছি।

২০০২ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন অলিভার। তার দুই বছর পর তিনি জার্মান ফুটবল ফেডারেশেনর সঙ্গে যুক্ত হন। তিনি পুরুষদের জাতীয় দলে ম্যানেজার হন। এরপর ছয়বার বিশ্বকাপ ও ইউরোপীয় কাপের সেমিফাইনাল বা তার পরের পর্বে গেছে জার্মান দল। ২০১৪ সালে তারা বিশ্বকাপ জেতে। তারপর থেকে ফুটবল দলের রেখচিত্র নিচের দিকে গেছে।

এরপর কী হবে?

অলিভার চলে যাওয়ার পর ফেডারেশনে কী বদল হবে, তা স্পষ্ট নয়। বর্তমান জাতীয় কোচ হানজি ফ্লিক আর পদে থাকবেন কি না, সেটাও স্পষ্ট নয়।

এই সপ্তাহে ফেডারেশনের কর্তাদের বৈঠক হওয়ার কথা আছে। সেখানেই কাতারে দলের খেলার বিশ্লেষণ হবে।

জিএইচ/এসজি (ডিপিএ, এসআইডি)