1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুলিশ উপপ্রধানের উপর ছুরি আক্রমণ

অরুণ শঙ্কর চৌধুরী১৬ ডিসেম্বর ২০০৮

১৩ই ডিসেম্বর দক্ষিণ জার্মানীর পাসাও শহরের পুলিশপ্রধান আলয়েস মানিশল্-কে তাঁর নিজের বাড়ীর সামনে ছুরি মেরে হত্যার প্রচেষ্টা করে খুব সম্ভবতঃ এক নব্য নাৎসী৷ মানিশল্ অনেকদিন ধরেই চরম দক্ষিণপন্থীদের কালো খাতায় ছিলেন৷

https://p.dw.com/p/GGz4
জার্মানীর পাসাও শহরের পুলিশপ্রধান আলয়েস মানিশল্ছবি: AP

গত এক বছর ধরে পাসাও পুলিশ তথাকথিত নিও-নাৎসীদের রেয়াত করছে না. মানিশল্-কে বোধহয় সেই প্রতিশোধেরই শিকার হতে হল৷ অপরদিকে আততায়ীকে চট করে ধরার আশাও অলীক প্রমাণিত হয়েছে৷ মানিশল্-এর নিজের প্রদত্ত বর্ণনা অবলম্বন করে রবিবার যে দু'জনকে ধরা হয়েছিল, তাদেরও ছেড়ে দিতে হয়েছে৷

মানিশল্-এর আক্রমণকারীর গাঁট্টাগোট্টা চেহারা এবং মাথা কামানো৷ বিকেল সাড়ে পাঁচটায় বাড়ীর দরজায় বেল বাজিয়ে আক্রমণ করেছে সে৷ মানিশল্-কে ‘‘বামপন্থী শূকর'' বলে অভিহিত করে ‘‘জাতীয়তাবাদী প্রতিরোধের অভিনন্দন'' হিসেবে সে তার ১১ সেন্টিমিটার ছুরির ফলা মানিশল্-এর পাঁজরে বসিয়ে দিয়েছে, হার্টের দুই সেন্টিমিটার দূরে৷

অপরাধীমূলক মনোবৃত্তি এবং বিদ্বেষ

আততায়ী পাসাও-এর নব্য নাৎসী মহল থেকে আগত, বলে তদন্তকারীদের ধারণা৷ এবং পাসাও-এর এই নিও-নাৎসী মহল কারুরই অজানা নয়৷ তবুও বাভারিয়ার মুখ্যমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, এটা একবার ভাবা দরকার, যে কি পরিমাণ অপরাধীমূলক মনোবৃত্তি এবং বিদ্বেষ এর পিছনে কাজ করছে, এ ধরণের নির্মম এবং অভিসন্ধিমূলক আক্রমণের পিছনে কি রয়েছে৷ রাষ্ট্র এবং সমাজকে একত্রিত হয়ে এর জবাব দিতে হবে৷

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেরমান বলেছেন, এটা একটা সম্পূর্ণ নূতন পর্যায়, এটা হিংসার একটা চরম৷ কাজেই যতো শীঘ্র সম্ভব এ ঘটনার সমাধান হওয়া চাই৷

বিপদ সঙ্কেত

ভালো কথা, কিন্তু সেই ঘটনার পটভূমি আরো বেশী ভাবিয়ে তোলার ক্ষমতা রাখে৷ পাসাও-এর নিও-নাৎসীরা ক্রমেই আরো বেশী সক্রিয় এবং সহিংস হচ্ছে৷ এ'বছর পাসাও-তে ৮৩টি নিও-নাৎসী সংক্রান্ত আক্রমণের ঘটনা ঘটেছে, যা ২০০৭-এর তুলনায় প্রায় দ্বিগুণ৷ এ'তো বর্তমানের কথা৷ অতীতে, অর্থাৎ নব্বই-এর দশকে এই পাসাও-তেই অর্ধেক ইউরোপ থেকে আগত নব্য নাৎসীরা নিয়মিত তাদের সমাবেশ করেছে৷

এখন প্রশ্ন হল, জার্মানীতে নিও-নাৎসীদের প্রতি সঠিক মনোভাব, আচরণ ও পন্থা নিয়ে যে অস্পষ্টতা রয়েছে, যথা দক্ষিণপন্থী এন.পি.ডি. দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে – সেই অস্পষ্টতা এবং দ্বিধা-দ্বন্দ্বের পরিবর্ত্তে এখন অন্ততঃ সরকারের তরফে একটা নূতন দৃঢ়তা দেখা যাবে কিনা৷ কেননা মানিশল্-কে ছুরিকাঘাত প্রমাণ করেছে বিপদের আসল মাত্রা৷