জার্মান পুনরেকত্রীকরণ দিবসে শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 04.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান পুনরেকত্রীকরণ দিবসে শুভেচ্ছা

২৩ বছর আগে দুই জার্মানির পুনরেকত্রীকরণ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেক বন্ধু৷ এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও মন্তব্য এসেছে৷

অসামান্য প্রতিবেদনটি কার লেখা জানা গেল না৷ যিনিই লিখুন তাঁর অভিজ্ঞতার তীব্রতা উপলব্ধি করে ভালো লাগলো৷ সৃষ্টির গোড়া থেকেই উন্নত মানুষরা অপেক্ষাকৃত কম উন্নতিসম্পন্ন মানুষদের অবজ্ঞা করে থাকে এবং সেই কারণেই কম উন্নত সম্পন্ন মানুষরা উন্নত সম্পন্ন মানুষদের ভাবধারাকে ঔদ্ধত্যপূর্ণ হিসাবে বিচার করে৷ তবে জার্মানির সঙ্গে আমাদের খানিকটা মিল আছে৷ ব্রিটিশদের তৈরি দ্বিজাতি তত্ত্বের জন্য আমাদের একত্রীকরণ করা যাবে না, যেটা জার্মানিতে নেই৷ আপনাদের কুশল কামনায় – সুহৃৎ বন্দ্যোপাধ্যায়৷

– মন্তব্যের জন্য ধন্যবাদ৷ প্রতিবেদনের লেখক ভল্ফগাং ডিক৷ তাঁর লেখা অনুবাদ করেছেন অরুণ শঙ্কর চৌধুরী৷ প্রতিবেদনটি পড়ে ‘লাইক' করেছেন মহম্মদ শামসুল আলম, হামিদুন ইসলাম, তোহা ভুঁইয়া, হাফেজ ইয়াকুব, দেওয়ান রাদিয়া চৌধুরী, জাসমিন হোসেইন, শারমিন লোপা সহ অনেকে৷ সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

‘জার্মান ঐক্য দিবসে' সকল জার্মানবাসী জনগণের জন্য রইলো আমার অন্তরের অনেক অনেক শুভ কামনা৷ পূর্ব আর পশ্চিমের জার্মানদের মধ্যে দ্বিধা, সন্দেহের ‘বার্লিন প্রাকার', আর্থ-সামাজিক ও আঞ্চলিকগত সকল ফারাক চিরতরে ধুয়ে মুছে যাক, এই কামনা করছি৷ ‘জার্মান ঐক্য দীর্ঘজীবী হউক'৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

পুনরেকত্রীকরণ দিবস উপলক্ষ্যে জার্মান নাগরিকদের আর ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই আন্তরিক উষ্ণ অভিনন্দন৷ ডা. সিদ্ধার্থ সরকার, চৈতালী সরকার, সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

- মন্তব্যের জন্য সকলকে ধন্যবাদ৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন