1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নাগরিক খুনের রহস্য উন্মোচনে অস্ট্রেলিয়ার ঘোষণা

১৮ অক্টোবর ২০২০

জার্মান কিন্ডারগার্টেন শিক্ষিকা সিমোনে স্ট্রবেল ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় খুন হন৷ এখনও পর্যন্ত সেই ঘটনায় কেউ অভিযুক্ত হননি৷

https://p.dw.com/p/3k5sf
Australien Symbolbild Polizei
ছবি: Darrian Traynor/Getty Images

রহস্য সমাধানে সহায়তার জন্য তাই ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷

বাভেরিয়ার সিমোনেকে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের ছোট্ট শহর লিসমোরের একটি ক্যারাভানের ভেতর শেষবারের মতো দেখা গিয়েছিল৷ সেখানে তার প্রেমিক ও অন্যান্য বন্ধুর সঙ্গে আগেরদিন রাতে ছিলেন তিনি৷

এর ঠিক ছয়দিন পর ওই জায়গার কাছে একটি খেলার মাঠে খুঁজে পাওয়া যায় ২৫ বছর বয়সি ওই শিক্ষিকার মৃতদেহ৷

এই হত্যা মামলার রহস্য সমাধানে যৌথভাবে কাজ করছে অস্ট্রেলিয়ার পুলিশ ও আইনজীবী এবং স্ট্রবেলের শহর ভ্যুৎসবুর্গের পুলিশ ও আইনজীবীরা৷ এখনও পর্যন্ত তার মৃত্যুর ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি৷

নিউ সাউথ ওয়েলসের সরকার জানিয়েছে, অপরাধী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা হত্যাকাণ্ডের কোনো তথ্য কারো কাছে থাকলে সে পুরস্কৃত হবে৷ স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘১৫ বছর ধরে আমরা অনেক সাক্ষীর সাথে কথা বলেছি, অনেক তথ্য-প্রমাণ পরীক্ষা করেছি, কিন্তু সিমোনের সাথে ঠিক কী ঘটেছে তা জানতে সাধারণ মানুষের সাহায্য দরকার৷''

২০১৪ সালে বাভেরিয়ান কর্তৃপক্ষ সিমোনে হত্যাকাণ্ডের তথ্য দেয়ার জন্য ১০ হাজার ইউরো ঘোষণা করেছিল, বর্তমান অর্থের সাথে সেটিও যুক্ত হবে৷

এপিবি/এসিবি (ডিপিএ, এএফপি)