1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান তারুণ্য ঝুঁকছে সামাজিক পেশার দিকে 

৮ জুলাই ২০২০

এক সমীক্ষার ফলাফল থেকে জানান যায়, জার্মানিতে তরুণরা এখন সামাজিক পোশাগুলোকে বেশ আকর্ষণীয় মনে করছে, যাতে ক্যারিয়ার এবং উপার্জনের সুযোগ রয়েছে৷ 

https://p.dw.com/p/3exEf
জার্মানিতে তরুণরা এখন সামাজিক পোশাগুলোকে বেশ আকর্ষণীয় মনে করছে৷
ছবি: picture alliance/blickwinkel/M. Begsteiger

জিনুস-ইন্সটিটুট এর করা এক সমীক্ষার ফলাফল থেকে পাওয়া এই তথ্যটি গত মঙ্গলবার বার্লিনে পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকা গিফে জানিয়েছেন৷ 

সমীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ২৪ শতাংশ কিন্ডারগার্টেনে কাজের আগ্রহ প্রকাশ করে আর নার্সিং এ আগ্রহ দেখায় ২১ শতাংশ৷ সমীক্ষায় দেখা গেছে তরুণদের ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড আংশিক পূরণ হয়েছে৷ ক্যারিয়ারের সুযোগগুলো তারা সমালোচনামূলকভাবে মূল্যায়ন করে এবং বেতনকেও খুব কম বলে জানায়৷ 

জিনুস ইন্সটিটিউটের বিজ্ঞানী জিলকে বর্গস্ডেট এ বিষয়ে বলেন, ‘‘করোনা মহামারির কারণে স্বাস্থ্য ও সামাজিক পেশাগুলো জনসাধারণের কাছে বিশেষ প্রশংসা কুড়িয়েছে৷ আর সে কারণেই তরুণদের কাছে এখন এসব পেশা বেশ আকর্ষণীয় মনে হচ্ছে৷ যদিও এসব পেশা নিয়ে তারা আগে মোটেই ভাবেনি অথচ তা এখন নতুন সম্ভাবনার পথ তৈরি হতে পারে৷’’

পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী গিফে বলেন, ‘‘প্রাথমিক শিক্ষা এবং নার্সিং খাতে জরুরিভাবে আমাদের তরুণ কর্মী দরকার৷ করোনা সংকট আমাদের দেখিয়েছে নার্স এবং কিন্ডার গার্টেন শিক্ষক, সেবাকর্মীরা দ্বিগুণ সিস্টেমেটিকভাবে করোনা সঙ্কটে কাজ করেন৷ আর এ কাজে  তারা শুধু দক্ষতার প্রমাণই দেয়নি, লাখ লাখ কর্মজীবী মা-বাবা এবং পরিবারের সাথে মিলে নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছেন৷’’ 

পুরো জার্মানি থেকে এই অনলাইন যুব জরিপে অংশ নেয় প্রাথমিক শিক্ষা ও নার্সিং শিক্ষা মিলিয়ে মোট দুই হাজারের বেশি কিশোর-তরুণ, যাদের বয়স ১৪ থেকে ২০৷ জরিপটি করা হয়েছে এ বছরের মার্চ ও এপ্রিল মাসে৷

এনএস/কেএম(এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান