1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান সফর

১২ মার্চ ২০১২

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার সকালে একটি অঘোষিত ঝটিকা সফরে আফগানিস্তানে পদার্পণ করেন৷ এছাড়া তিনি কান্দাহারে এক মার্কিন সৈন্যের নির্বিচার হত্যাকাণ্ডের জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’কে টেলিফোনে সমবেদনা জানান৷

https://p.dw.com/p/14JCk
ছবি: picture-alliance/dpa

চ্যান্সেলর ম্যার্কেল'এর সফরের সময়টা বিশেষ শুভ নয়৷ বাগ্রামে মার্কিন সামরিক ঘাঁটিতে কোরান পোড়ানোকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়, তার ঢেউ উত্তরে জার্মান সৈন্যদের নিয়োগের এলাকাতেও পৌঁছেছিল৷ রবিবার কান্দাহারে একজন মার্কিন সৈন্য একটি গ্রামের ১৬ জন বাসিন্দাকে গুলি করে হত্যা করার পর, ঘটনার প্রতিক্রিয়া এখনও শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি থমথমে৷

ম্যার্কেল প্রথমেই আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই'কে টেলিফোনে তার নিজের এবং জার্মান জনগণের সমবেদনা জানিয়েছেন৷ জার্মান সরকারি মুখপাত্র স্টেফেন সেইবের্ট'এর বিবৃতি অনুযায়ী, ম্যার্কেল কারজাই'কে এই আশ্বাস দিয়েছেন যে, এই ‘‘ভয়াবহ'' ঘটনার তদন্তের জন্য আন্তর্জাতিক রক্ষীবাহিনী আইসাফ সর্বসাধ্য প্রয়োগ করবে৷

Angela Merkel in Afghanistan
আফগানিস্তানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

ম্যার্কেল কারজাই'এর সঙ্গে অপরাপর বিষয়েও কথা বলেন৷ তিনি জানান যে, জার্মানি এ'মাসেই পরিকল্পিত দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির খসড়াটি পেশ করবে: ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো'র সৈন্যাপসারণ সমাপ্ত হবার পর এই চুক্তি জার্মানির উত্তরোত্তর সাহায্য নিশ্চিত করবে৷ ম্যার্কেল কারজাই'কে আফগান নিরাপত্তা বাহিনী গড়ে তোলায় প্রগতির জন্য অভিনন্দন জানান৷ কারজাই জার্মানির বেসামরিক ও সামরিক অবদানের জন্য তার গভীর স্বীকৃতি ব্যক্ত করেন৷

Merkel / Afghanistan / Masar-i-Scharif
সেখানে কারজাই'এর সঙ্গে কথা বলেন ম্যার্কেলছবি: dapd

ম্যার্কেল'এর এই আফগানিস্তান সফরের পরিকল্পনা নাকি আগে থেকেই করা হয়েছিল, বলে সরকারি মুখপাত্র সেইবের্ট জানান৷ ম্যার্কেল মাজার-ই-শরিফ'এ জার্মান সৈন্যদের বহির্শিবিরটি পরিদর্শন করেন৷ খারাপ আবহাওয়ার দরুণ তিনি কুন্দুস'এর ঘাঁটিটি পরিদর্শন করতে পারেননি৷

জার্মান সেনাবাহিনী প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে নিযুক্ত রয়েছে৷ এই দশ বছরে ৫০ জনের বেশি জার্মান সৈন্য আফগানিস্তানে প্রাণ হারিয়েছে৷ ম্যার্কেল মাজার-ই-শরিফে প্রথমে এই নিহত সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য