1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহবাগের গণজাগরণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামির রাজনীতি নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে সরকার৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ তথ্য জনিয়ে বলেছেন, শুধু সংসদে আইন করে নয়, চাইলে নির্বাচন কমিশনও জামায়াতের নিবন্ধন বাতিল করতে পারে৷

https://p.dw.com/p/17fjB
ছবি: REUTERS

অন্যদিকে শাহবাগের গণজাগরণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে৷ আর আগামীকাল সোমবার সারা দেশে জামায়াত-শিবিরের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে গণজাগরণ মঞ্চ থেকে৷

রবিবার সকালে জাতীয় সংগীতের সুরে সব শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও এর ব্যতিক্রম হয়নি৷ সবখানেই একই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের পর একই কথা বলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক৷

ঢাকার সব স্কুল আর কলেজের শিক্ষার্থীরাও জাতীয় সংগীত আর জাতীয় পতাকাকে রক্ষায় শপথ নেয়৷ তারা জানায় এই বাংলায় রাজাকারের ঠাঁই হবেনা৷ তারাও শাহবাগের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাবে৷

একই সঙ্গে শাহবাগের গণজাগরণ মঞ্চেও ওড়ানো হয় জাতীয় পতাকা৷ গাওয়া হয় জাতীয় সংগীত৷ সেখানেও একই শপথ, একই কথা৷ যুদ্ধাপরাধীর ফাঁসি চাই৷ জামায়াত শিবির নিষিদ্ধ কর৷ পুরো বাংলাদেশ আজ যেন একটি চেতনায় উজ্জীবিত৷

এদিকে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আইনগত দিক খতিয়ে দেখছে সরকার৷

অন্যদিকে সিলেটে জামায়াতের ডাকা আধা বেলা হরতাল উপেক্ষা করে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ স্কুল কলেজে শিক্ষার্থীরা হাজির হয়ে শাহবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেছে৷ আর আগামীকাল সোমবার জামায়াতের ডাকা সারাদেশে সকাল- সন্ধ্যা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর৷ শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকেও একই ঘোষণা দেয়া হয়েছে৷ পরিবহণ ও দোকান মালিকরা সভা করে হরতালে দোকান পাট খোলা রাখা এবং যানবাহন চালানোর ঘোষণা দিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য