1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুন নিয়ন্ত্রণে

২৮ ডিসেম্বর ২০১৮

ষোল তলা এই ভবনের অষ্টম তলায় আগুন লাগে৷ তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/3AjHr
Bangladesh Büro der Hauptopositionsallianz Oikyo Feuer
ছবি: DW/Z. Ahmed

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২ টা ৪১ মিনিটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর তাদের ১০টি ইউনিট পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে৷ ফায়ার সার্ভিসের এক কর্মী ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুতে আমি ওপরে আটতলায় গিয়েছিলাম৷ প্রথমে আগুন দেখিনি৷ প্রায় এক ঘণ্টা পর আগুন দৃশ্যমান হয়৷ আটতলার বাইরে আগুন যবে না৷’’
তবে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অষ্টম তলা ধোঁয়াচ্ছন্ন ছিল৷ 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের জানান,আগুন লাগার পর আটকে থাকা ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ কেউ হতাহত হননি৷ 
দুই বছরে তৃতীয়বার আগুন লাগল রাজধানীর পল্টনের জামান টাওয়ারে৷ অষ্টম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিং নামের প্রতিষ্ঠানটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস৷  

ফায়ারসার্ভিস কর্মী