জাদুঘরে রূপান্তরিত কেন্দ্রীয় কারাগার দেখতে আগ্রহী অনেক পাঠক | পাঠক ভাবনা | DW | 22.12.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

জাদুঘরে রূপান্তরিত কেন্দ্রীয় কারাগার দেখতে আগ্রহী অনেক পাঠক

অনেক ইতিহাসের সাক্ষী ঢাকার কেন্দ্রীয় কারাগার এখন জাদুঘর৷ দর্শনীর বিনিময়ে যে কেউ চাইলে এখন ঐ কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারছেন৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি ফেসবুকে শেয়ার করা হলে অনেক পাঠক সেখানে মন্তব্য করেন৷ এর মধ্যে একজন পুরনো ঢাকার মোহাম্মদ সালেক৷ সম্প্রতি তিনি জাদুঘরটি ঘুরে এসেছেন৷ সেই অভিজ্ঞতা বিস্তারিতভাবে মন্তব্যের ঘরে জানিয়েছেন৷ সালেকের মন্তব্য পড়ে কয়েকজন পাঠক ঐ জাদুঘরে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন৷ সালেক লিখেছেন, ‘‘৩ নভেম্বর ১০০ টাকার টিকেট কেটে জেলখানার পুরো এলাকাটা ঘুরে দেখি৷ সত্যিই ইংরেজরা যে আমাদের কতভাবে সত্য ইতিহাস ভুলিয়ে রেখেছিল তা আমি দুই ঘণ্টা ঘুরে হৃদয়ঙ্গম করতে পারি৷ আমার কাছে সুবে বাংলার মুঘল রাজধানীর সত্যিকারের বা আসল রূপটি ধরা পড়ে, যা অনেক ইতিহাসবিদ হয়তো বুঝবেনই না৷ অধ্যাপক জনাব মামুন অবশ্যই ঢাকা নিয়ে অনেক চিন্তা করেছেন৷

অধ্যাপক জনাব শরিফউদ্দিন ‘ঢাকা' নিয়ে অত্যন্ত মূল্যবান একটি গবেষণামূলক গ্রন্থ লিখেছেন৷ অধ্যাপক জনাব নজরুল এই শহরের ভূগোল নিয়ে অনেক চিন্তা করেছেন৷ কিন্তু কেউ সত্যটা আবিষ্কার করতে পারেন নাই৷ কারণ তাঁরা কাজ করেছেন সনদের জন্য ও রুটি-রুজির জন্য৷ অন্তরের তাগিদ তাদের কতটুকু ছিল তা তাঁরা ও আল্লাহ ভালো জানেন৷ যাই হোক সব রাজনৈতিক দল ও নেতাদের এই জায়গাটার উপর প্রচণ্ড লোভ আছে৷ তাঁরা এখান থেকে তাঁদের লাভ ও ফায়দা লুটবেনই৷ কেউ এটা রুখতে পারবে না৷ তাঁর দরকারও নেই৷ আমার বই - ঢাকা, চুরির শহর- চোরের শহর৷ এই বইতে ঢাকার আসল ও নিখাদ/সত্য ইতিহাস লিখবো বলে আল্লার কাছে প্রার্থনা করি৷ তিনি তৌফিক দিন৷ আমীন৷''

মোহাম্মদ সালেকের এই মন্তব্য পড়ে কারাগারটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন শিহাব উদ্দিন৷ ফজল বিন জাফরও সবার জন্য উন্মুক্ত কারাগারটি এখন দেখতে যেতে চান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন