1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বেগ সত্ত্বেও রোহিঙ্গাদের ফেরত পাঠালো ভারত

৪ অক্টোবর ২০১৮

জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে বৃহস্পতিবার সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত৷ অভিবাসন বিষয়ক অপরাধের অভিযোগে ২০১২ সাল থেকে রোহিঙ্গারা সে দেশে বন্দি ছিলেন৷

https://p.dw.com/p/35z9b
২০১৫ সালে দিল্লিতে তোলা এই ছবিতে রোহিঙ্গাদের একটি থাকার জায়গা দেখতে পাচ্ছেনছবি: picture alliance/dpa/R. Gupta

আসামের পুলিশ কর্মকর্তা ভাস্কর জ্যোতি মহন্ত জানান, ‘‘মিয়ানমারের সাত নাগরিককে আজ বিতাড়ন করা হয়েছে৷ মোরেহ সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে৷’’

ঐ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠালে তাঁরা নিপীড়নের শিকার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ৷ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মাধ্যমে ভারত একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারে৷ ঐ আইন অনুযায়ী, কোনো শরণার্থী কিংবা আশ্রয়প্রার্থীকে এমন কোনো দেশে পাঠানো যায় না, যেখানে গেলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে৷

রোহিঙ্গা বিতাড়ন ঠেকাতে আদালতে একটি পিটিশনও দায়ের করা হয়েছিল৷ কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সেই পিটিশন খারিজ করে দেন৷ কোর্ট তাঁদের অবৈধ অভিবাসী বলে রায় দেন৷ ‘‘এমনকি তাঁরা যে দেশ থেকে এসেছে, সেই দেশ তাঁদের নাগরিক হিসেবে গ্রহণ করেছে,’’ বলে জানান তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ৷

উল্লেখ্য, নতুন দিল্লির হিসেবে, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাস করেন৷ তবে জাতিসংঘের হিসেবে, ভারতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৬ হাজার৷

গতবছর ভারতের সরকার সব রোহিঙ্গাকে বিতাড়নের নির্দেশ দিয়েছিল৷ কারণ, সরকার তাঁদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে৷

তবে সরকারের ওই নির্দেশ অসাংবিধানিক আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করা একটি পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)