1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ ও জার্মানি

স্ভেন প্যোলে/এসবি১৯ সেপ্টেম্বর ২০১৩

১৯৭৩ সালের ১৮ই সেপ্টেম্বর ফেডারেল জার্মান প্রজাতন্ত্র ও কমিউনিস্ট পূর্ব জার্মানি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করেছিল৷ ৪০ বছর পর আজকের ঐক্যবদ্ধ জার্মানির গুরুত্ব অনেক বেড়ে গেছে৷

https://p.dw.com/p/19kH6
ছবি: picture-alliance/dpa

আজকের জার্মানি স্বাধীন, সার্বভৌম দেশ৷ ইউরোপীয় ইউনিয়ন তথা গোটা বিশ্বে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত৷ কিন্তু চিরকাল এমনটা ছিল না৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ কয়েক দশক ধরে আংশিক স্বাধীনতা ভোগ করছে বিভক্ত দুই রাষ্ট্র৷

জাতিসংঘে জার্মানির গুরুত্ব আজ অপরিসীম৷ মহাসচিব বান কি-মুন বলেন, জার্মানি জাতিসংঘের সবচেয়ে সক্রিয় সমর্থনকারী সদস্যদের অন্যতম৷ মানবিক সাহায্য, দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, সংকট প্রতিরোধের মতো ক্ষেত্রে জার্মানির সাফল্য বার বার স্বীকৃতি পেয়েছে৷ চাঁদার অঙ্কের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের পর জার্মানি তৃতীয় স্থানে রয়েছে৷ এর বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অভিযানেও আলাদা করে অর্থ দেয় জার্মানি৷ পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে মনে করেন, এর ফলে জার্মানির প্রভাব-প্রতিপত্তিও বেড়েছে৷ শুধু কথায় নয়, কাজ করে দেখাতে পারলে যে কোনো দেশের প্রতি সমীহ বাড়ে বৈকি৷

Guido Westerwelle UN
জাতিসংঘে জার্মান পররষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: AFP/Getty Images

আর্থিক সহায়তার ক্ষেত্রে এগিয়ে থাকলেও জাতিসংঘের অনেক কাজে জার্মানদের ভূমিকা নগণ্য৷ মাত্র ৩১৫ জন জার্মান সৈন্য ও পুলিশ জাতিসংঘের শান্তি মিশনে সক্রিয় রয়েছেন৷ বাংলাদেশ, ইথিওপিয়া ও উরুগুয়ের মতো দেশের তুলনায় এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে জার্মানি৷ শুধু কসোভো ও আফগানিস্তানে জার্মান নিরাপত্তা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে৷

জাতিসংঘের কাঠামোর মধ্যে যথেষ্ট গুরুত্ব অর্জন করা সত্ত্বেও সাধারণ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জার্মানির প্রভাব বাকিদের মতোই সীমিত৷ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের স্বপ্ন এখনো পূরণ হয়নি৷ এর জন্য প্রয়োজন জাতিসংঘের কাঠামোর আমূল সংস্কার, যা বহুকাল ধরে মুলতুবি রাখা হয়েছে৷ সমালোচকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোর কোনো সঙ্গতি নেই৷ অদূর ভবিষ্যতেও পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান