1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ মহাসচিবের কথায় কাজ হলো: সংলাপে রাজি সরকার ও বিরোধী পক্ষ

১৭ নভেম্বর ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এখনো আলোচনার সুযোগ আছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’র নেতারা৷ তাদের মতে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পদ্ধতি নিয়ে মতপার্থক্য দূর করা জরুরি৷

https://p.dw.com/p/13CRY
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: picture alliance ZUMA Press

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন তাঁ সাম্প্রতিক বাংলাদেশ সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে সংলাপের কথা বলেছেন৷ তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিতর্ক, তার সমাধানও আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব বলে তিনি মত দেন৷

এনিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, এই সংকট নিরসনে সংলাপের কোন বিকল্প নেই৷

আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, সংলাপের দরজা খোলা আছে৷ নির্বাচনের আগে মতপার্থক্য সংলাপের মাধ্যমেই দূর করতে হবে৷ তবে তিনি মনে করেন, আলোচনা হওয়া উচিত মুক্ত এবং খোলা মনে৷ শর্ত দিয়ে কোন আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম৷ কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে৷ প্রয়োজনে এই ব্যবস্থাকে আরো কার্যকর করতে সংস্কার করা যেতে পারে৷

ওবায়দুল কাদের আরো বলেন, সরকারের আরো দু'বছর সময় আছে৷ তাই এনিয়ে তেমন তাড়াহুড়ো করার কিছু নেই৷ তবে ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দ্রুতই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে৷ নয়তো আন্দোলনের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য