1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতি কি ক্ষমা করবে?

আরাফাতুল ইসলাম৪ জুন ২০১৩

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন৷ ফেসবুকে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা৷ কেউ কেউ আশরাফুলকে ক্ষমা করার পক্ষে, তবে অনেকের মতে শাস্তি জরুরি৷

https://p.dw.com/p/18jav
NOTTINGHAM, ENGLAND - JUNE 08: Mohammad Ashraful of Bangladesh celebrates taking the wicket of Gary Wilson of Ireland during the ICC World Twenty20 matchbetween Ireland and Bangladesh at Trent Bridge on June 8, 2009 in Nottingham, England. (Photo by Matthew Lewis/Getty Images)
ছবি: Getty Images

ডয়চে ভেলের ফেসবুক পাতায় লেখা হয়েছিল, ‘‘দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন আশরাফুল৷ আপনি কি তাকে ক্ষমা করবেন?'' এই প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ কয়েকজন পাঠক৷ নাহিদ শেখ লিখেছেন, ‘‘সে বাঙালি জাতির কলঙ্ক৷ আমার মতে সে বড় ধরনের অপরাধ করেছে৷ ক্রিকেট দিয়ে বিশ্ব আমাদের চেনে, এখন বিশ্বের কাছে আমরা অপরাধী৷ সে যতই ক্ষমা চা'ক না তাকে এমন শাস্তি দেওয়া উচিত যা দেখে অন্য খেলোয়ারেরা এ অপরাধ করার সাহস না পায়৷''

Bangladeshi cricketer Mohammad Ashraful raises his bat as he acknowledges the crowd after completing 150 runs during the third day of the opening Test match between Sri Lanka and Bangladesh at the Galle International Cricket Stadium in Galle on March 10, 2013. AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
মোহাম্মদ আশরাফুলছবি: Lakruwan Wanniarachchi/AFP/Getty Images

আরেক পাঠক এসএমএ হান্নানও আশরাফুলের কঠোর শাস্তির পক্ষে৷ তিনি লিখেছেন, ‘‘এমন দুর্নীতির দায়ে তাকে চিরস্থায়ী নিষিদ্ধ করা উচিত৷''

কেউ কেউ অবশ্য মনে করেন, আশরাফুলকে ক্ষমা করে দেওয়া যেতে পারে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় রাজ কিস্কু লিখেছেন, ‘‘বাংলাদেশের মতো ছোট্ট একটি জায়গার বিশাল তারকা তিনি৷ অকপটে যে ভুল স্বীকার করতে পারে, তাঁকে ক্ষমা করে দেয়া উচিত৷ এত বড় তারকাকে হারাতে কষ্ট লাগবে৷'' অপর পাঠক আবু হাসানাত সুমন লিখেছেন, ‘‘যে নিজে থেকে তার ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করবো অবশ্যই৷''

উল্লেখ্য, সম্প্রতি আশরাফুলের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচে ‘স্পট ফিক্সিং'-এর অভিযোগ ওঠে৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে৷ তবে তাদের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগেই মঙ্গলবার আশরাফুলকে সাময়িক নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ এরপরই নিজের দোষ স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন আশরাফুল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য