1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলের ভাগ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

অনিল চট্টোপাধ্যায়২৩ অক্টোবর ২০০৮

ভারতের জম্মুতে, বাগলিহার জল বিদ্যুত্‌ প্রকল্পকে কেন্দ্র করে চন্দ্রভাগা নদীর জল প্রবাহ নিয়ে নতুন বিবাদ শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে৷

https://p.dw.com/p/Ffdl
ছবি: AP

এই বিবাদের সন্তোষজনক মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার নতুন দিল্লিতে বসে দুই দেশের সিন্ধু নদ ওয়াটার কমিশনারদের বৈঠক৷ পাকিস্তানের অভিযোগ, বাগলিহার বিদ্যুত প্রকল্পের জলাধারে চন্দ্রভাগা নদীর পানি ভারত বেশি মাত্রায় ধরে রাখার দরুন পাকিস্তানের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সমাধান সূত্র নিয়ে এই দিন উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়৷ ভারতের নেতৃত্ব দেন জি. রঙ্গনাথন এবং এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন সৈয়দ জামাত আলি শাহ৷ প্রয়োজনীয় পরিমাণ পানি না পাওয়ায় ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান৷

পাকিস্তানের অভিযোগ খন্ডন করে ভারত বলেছে এটা ইচ্ছাকৃত নয়৷ প্রাকৃতিক কারণে নদীতে জল কম থাকার জন্যই এটা হয়েছে৷ পাকিস্তানী প্রতিনিধি দল বাগলিহার প্রকল্পের জলাধার সরজমিনে পরিদর্শণ করেছে৷ পাকিস্তানের বক্তব্য, ভরা বর্ষার সময় সমঝোতা অনুসারে পাকিস্তারে প্রাপ্য, ৫৫ হাজার কিউসেক জল, কিন্তু তারা পাচ্ছে, গড়ে ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক৷