1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডে পাঁচটি প্রকল্প অনুমোদন

৩০ জানুয়ারি ২০১২

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ছে – তা নতুন করে বলার প্রয়োজন নেই৷ সম্প্রতি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে এবং নতুন করে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে৷

https://p.dw.com/p/13sf6
ঢাকা শহরছবি: picture-alliance/dpa

এই প্রকল্পের মধ্যে অবকাঠামো উন্নয়ন, ড্রেজিং, নদীর তীর সংরক্ষণ উল্লেখযোগ্য৷ কীভাবে এই প্রকল্প ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাবে? এ প্রসঙ্গে ঢাকাস্থ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: হাবিবুর রহমান বললেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারণে আমরা জানি যে বাংলাদেশের অবস্থা হচ্ছে সবচেয়ে নাজুক৷ এই অবস্থা থেকে রক্ষা পেতে বাংলাদেশে নিজস্ব অর্থায়নে একটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়৷ সবাই জানি যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে উত্তরাঞ্চলে৷ সেখানে খরা হওয়ার সম্ভাবনা খুবই বেশি৷''

Bangladesch Verschmutzte Flüsse Flash-Galerie
বন্যায় প্রতি বছর এভাবে সব কিছু তলিয়ে যায়ছবি: Tom Felix Joehnk

অধ্যাপক হাবিবুর রহমান আরো জানান, বাংলাদেশের নদী সমূহ উত্তর থেকে দক্ষিণ এসে সমুদ্রে পড়ে৷ আর এই নদীর পানির গতি ভিন্ন সময়ে ভিন্ন রকমের হয়ে থাকে৷ বর্ষার সময় নদীতে প্রচুর পানি থাকে, ঢেউ থাকে কারণ নদীতে বন্যার পানির সঙ্গে প্রচুর পলি আসে৷ এর ফলে নদীর নাব্যতা হ্রাস পায়৷ এর ফলে নিম্নাঞ্চলে নদীর বেডগুলো উঁচু হয়ে যায়৷ এবং পরবর্তীতে বৃষ্টি বা বন্যার ফলে নদী এই অতিরিক্ত পানি জায়গা দিতে পারে না৷ ফলশ্র্রুতিতে বন্যা৷ এই বন্যার হাত থেকে মানুষদের রক্ষা করার জন্যই নদীর পুনর্খনন প্রয়োজন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য