‘জল কখনোই জমতে দেওয়া উচিত নয়’ | পাঠক ভাবনা | DW | 11.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জল কখনোই জমতে দেওয়া উচিত নয়’

এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়৷ ব্রাজিলের রিও ডি জানিরোর গবেষণায় দেখা গেছে বৃষ্টি ও গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে ডেঙ্গুর প্রাধান্য বাড়ে৷ তাই ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি, জমতে দেওয়া উচিত নয় জলও৷

বাংলা লোকগানের অবিস্মরণীয় শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের ৫৩তম মৃত্যু বার্ষিকীতে প্রকাশিত হলো ৩০টি গানের একটি সিডি ‘স্মরণীয় বরনীয়'৷ চিরায়ত এই শিল্পীর কণ্ঠে ‘আল্লাহ মেঘ দে পানি দে', ‘ও গাড়িয়াল ভাই', ‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে' প্রভৃতি ভাওয়াইয়া, জারি, সারি, ভাটিয়ালি আজও সবার মুখে মুখে ঘুরে৷ জনপ্রিয় এই শিল্পীকে নিয়ে পরিবেশনা ডয়চে ভেলের এক অনন্য প্রয়াস৷ তাঁর গান শোনার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি৷

ছবিঘরে লন্ডনের ভূগর্ভস্থ রেলওয়ে ব্যবস্থার অনেকগুলি অসাধারণ ছবি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না৷

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় চরম শৈত্যপ্রবাহ চলছে৷ মালদহ জেলার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে৷ মুর্শিদাবাদের তাপমাত্রাও ৪-৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ চরম শীতে সাধারণ মানুষের অবস্থা অসহনীয় হয়ে পড়েছে৷

A Bangladeshi wraps himself in a blanket as he rests in a park in Dhaka on January 10, 2013. Around 80 people have died in the past week due to cold related diseases such as pneumonia as mercury dropped to the lowest in tropical Bangladesh's history, officials said Thursday. Weather and Red Crescent Society officials said the toll was expected to grow as the cold wave that's been sweeping the country for the last week was set to linger two more days, affecting a quarter of the country's 153 million people. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

বাংলাদেশ ও ভারতে চলছে শৈত্য প্রবাহ

সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে প্রতিবেশী দেশগুলো নানা ধরনের সমস্যার মুখে পড়েছে৷ তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘পেট্রিয়ট' স্থাপন করায় তাদের খরচ বেড়েছে৷ জর্ডানের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ক্ষতির কবলে পড়েছে লেবাননও৷ সিরিয়ার গৃহযুদ্ধের কারণে তুরস্কে দেড় লক্ষ ও জর্ডানে প্রায় দুই লক্ষ শরণার্থী হাজির হয়েছে৷ ফলে সেই দেশগুলির আর্থ সামাজিক ব্যবস্থা ভেঙে পড়ার মুখে৷ গৃহযুদ্ধ কখনোই শান্তি দিতে পারে না, বরং তা সর্বদায় প্রতিবেশী দেশগুলোর কাছে চরম সংকটের জন্ম দেয়৷ কাজেই অবিলম্বে সিরিয়ার এই গৃহযুদ্ধ বন্ধ হওয়া একান্ত জরুরি৷ বিস্তরিত মতামত জানিয়ে এই ই-মেল করেছেন বিশ্বনাথ মন্ডল, চক হরহরিয়া, মুর্শিদাবাদ থেকে৷

বাংলাদশের অশান্ত রাজনীতিতে সাধারণ জনগণ চরম বিপাকে৷ এদিকে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধগতি, এরসঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসহায় দরিদ্র মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে৷ আমাদের সবার উচিত এ সব হতদরিদ্রদের পাশে গিয়ে হৃদয়ের আবেগে মায়া মমতায় এক টুকরো শীতবস্ত্র বিতরণ করা, মানবিক মুল্যবোধ জাগ্রত করা৷ ডা.এসএমএ হান্নান, চাটমোহর, পাবনা৷

অনলাইনের শ্রোতা-পাঠকদের জন্য পুরস্কারের ছড়াছড়ি৷ এফএম নির্ভর শ্রোতাদের কি শুধু মাসিক ধাঁধাতেই সন্তুষ্ট থাকতে হবে? মুকুল সরদার দাকোপ, খুলনা থেকে জানতে চেয়েছেন৷

আমি ডয়চে ভেলের বাংলা বিভাগের একজন পুরানো শ্রোতা৷ বিগত কুড়ি বছর যাবত আর কোনো যোগাযোগ না থাকলেও, তার আগে আমি নিয়মিত আপনাদের বাংলা প্রোগ্রাম শুনতাম৷ চিঠিপত্রেও যোগাযোগ ছিল৷ সম্প্রতি আবার ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ওয়েবসাইটে আপনাদের সাথে দেখা হলো৷ সঙ্গে সঙ্গে একটা নস্টালজিক অনুভূতি অনুভব করলাম৷ কবিগুরুর কথায় ‘একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা'৷ যাই হোক, আপনারা আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷

People in a Central Line underground train wait for the departure at Liverpool Street underground station in London, Friday, Aug. 3, 2012. Severe delays were reported Friday morning on the busy tube line serving some Olympics venues on the day that the athletics competition gets under way. (Foto:Sang Tan/AP/dapd)

লন্ডনের মেট্রো রেল ব্যবস্থা

আমি আপনাদের ওয়েবসাইট থেকে জার্মান ভাষা শিক্ষার পাঠগুলি অনুসরণ করে জার্মান ভাষার অ-আ-ক-খ শেখার চেষ্টা করছি৷ কিন্তু দেখলাম, পাঠ ২৩-এর পিডিএফ ফাইল ওয়েবসাইটে নেই৷ অনুগ্রহ করে ঐ পাঠের পিডিএফ ফাইল ওয়েবসাইটে রাখার ব্যবস্থা করলে ভালো হয়৷ সুখময় মাজী, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া৷

বেশ উপভোগ করলাম ‘এক তোতা পাখির অমর প্রেমকাহিনি'৷ তবে আজকের খবরে ‘প্রিন্স আর প্রিন্সেসকে আলাদাই থাকতে হচ্ছে' প্রতিবেদনটি দেখে মনটা আবার বেশ খারাপ হয়ে গেল৷ ভালো লাগলো ‘লন্ডন টিউবরেলের ১৫০ বছর পূর্তি' নিয়ে তথ্যমূলক পরিবেশনা৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে জানিয়েছেন৷

ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা থেকে শ্রোতাবন্ধু সোহেল রানা হৃদয় লিখেছেন, স্মার্ট ফোন সম্পর্কে প্রতিবেদনটি দারুণ লেগেছে৷ কত সহজে কতকিছু করা যায় এই ফোনের মাধ্যমে৷

ডয়চে ভেলে মহিলা শ্রোতাসংঘ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে শ্রোতাবন্ধু চৈতালী সরকার লিখেছেন, শনিবার রাতের ইনবক্স আবার রবিবার সকালে পুনঃপ্রচার হলো৷ নতুন এই বিন্যাসে তাঁরা খুশি৷

চৈতালী সরকার আরো জানিয়েছেন যে, ভীষণ ভীষণ ঠাণ্ডা পরেছে সেখানে৷ তাই মহিলা শ্রোতাসংঘের সদস্যরা ২৫টি শীতবস্ত্র বিতরণ করেছেন বস্তিবাসী মহিলাদের৷ না, কোনো আনুষ্ঠানিকতা নয়, বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে তুলে দিয়ে দিয়েছেন সেগুলো৷ কর্মজীবী মহিলাদের অর্থে এই শীতবস্ত্র কেনা হয়েছিল৷

- অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য৷ আবারও লেখার অনুরোধ করছি৷

নির্বাচিত প্রতিবেদন