1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজজর্ডান

জর্ডানে বন্দরে গ্যাস লিকে মৃত অন্তত ১৩

২৮ জুন ২০২২

জর্ডানের আকাবা বন্দরে একটি কনটেইনার ধসে পড়ার পর ভিতরে থাকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে৷ এতে বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি ২৫০ জনের বেশি আহত হয়েছেন৷

https://p.dw.com/p/4DMdd
Jordanien | Tote und Verletzte bei Gasunglück am Hafen von Aqaba
ছবি: AL MAMLAKA TV/AFP

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ধসে পড়া কনটেইনারটিতে ২৫টন ক্লোরিন গ্যাস ছিল, যা আফ্রিকার জিবুতিতে পরিবহণের জন্য জাহাজে ওঠানো হচ্ছিল৷ জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ঘটনার সময়কার ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় গ্যাসবহনকারী কনটেইনারটি একটি ক্রেন থেকে ধসে জাহাজের ডেকে পড়ে৷ এরপর হলুদ রংয়ের গ্যাস উপরে ছড়িয়ে পড়ে৷ এসময় আশেপাশের মানুষ ছুটোছুটি করতে থাকেন৷

দেশটির নাগরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র আমের আল-সারতাওয়ি জানিয়েছেন, বিশেষজ্ঞ আর রাসায়নিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে৷ আড়াইশ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে, আহতদের মধ্যে ১৮৫ জন মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ছিলেন৷ অন্যদিকে প্রথমদিনের ১০ জনের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে৷

Jordanien | Tote und Verletzte bei Gasunglück am Hafen von Aqaba
ছবি: Getty Images/AFP

আকাবার স্থাস্থ্য পরিচালক জামাল ওবেইডাত জানিয়েছেন, ঐ এলাকার হাসপাতালগুলো আহতদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে৷ ভর্তি হওয়াদের মধ্যে গুরুতর আহতও অনেকে রয়েছেন৷ স্থানীয়দের ঘরের ভিতরে অবস্থান করতে এবং সতর্কতা হিসেবে জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷

প্রধানমন্ত্রী বিশের আল-কাসাওনেহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আল-ফারায়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন৷

এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন আল-কাসাওনেহ৷ আকাবা বন্দর কর্তৃপক্ষের একজন কমর্কতা জানিয়েছেন, লোহার দড়ি ছিড়ে কনটেইনারটি ধসে পড়ে৷ এতে গ্যাস লিক হয়৷

ইসরায়েল সীমান্তের কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত আকাবা জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর৷

এফএস/কেএম (রয়টার্স, এএফপি)