1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'জঙ্গি'র স্মরণে ক্রিকেট, কাশ্মীরে গ্রেফতার ১০ ছাত্র

৭ সেপ্টেম্বর ২০২০

এক নিহত বিচ্ছিন্নতাবাদীকে স্মরণ করে ক্রিকেট ম্যাচের আয়োজন হয়েছিল। এই অভিযোগে কাশ্মীরে ইউএপিএ আইনে গ্রেফতার ১০ ছাত্র।

https://p.dw.com/p/3i5VD
ছবি: Getty Images/AFP

ক্রিকেট খেলতে নেমে এক 'জঙ্গি'কে স্মরণ করেছিলেন তাঁরা। এই অভিযোগে কাশ্মীরে ইউএপিএ আইনে গ্রেফতার করা হলো ১০ ছাত্রকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও বিষয়টি সংবাদমাধ্যমের কাছে পৌঁছেছে রোববার। কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই ছাত্ররা যে কাজ করেছে তা আইনের চোখে অপরাধ। সে কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা আইন বা ইউএপিএ নিয়ে ভারতে বিতর্ক যথেষ্ট। এই আইনের সুযোগ নিয়ে সরকার যাকে খুশি গ্রেফতার করে পারে বলে অভিযোগ। কবি ভারাভারা রাও থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আদিবাসী নেতা সকলকেই এই আইনে গ্রেফতার করা হয়েছিল। এই আইনে কাউকে কাউকে গ্রেফতার করলে দিনের পর দিন জামিন মেলে না। দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে দিনের পর দিন জেলে ভরে রাখা যায়। আইনটিকে সরকার 'অন্যায়'ভাবে ব্যবহার করে বলে বহুদিনের অভিযোগ। কাশ্মীরেও এই আইনের যথেচ্ছ প্রয়োগ হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপোরে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল কিছু ছাত্র। আয়োজকদের মধ্যে একজন এক নিহত 'জঙ্গি'র ভাই। কিছুদিন আগেই পুলিশ এবং সেনার সঙ্গে এনকাউন্টারে ওই বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার খেলা শুরুর আগে ওই ব্যক্তিকে স্মরণ করা হয়। ওই ব্যক্তির ভাই জানান, তাঁর দাদা খুব ভালো ক্রিকেট খেলতেন। সে কারণেই তাঁকে স্মরণ করে খেলা শুরু করার পরিকল্পনা করা হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আয়োজক-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা আইন বা ইউএপিএ অনুযায়ী কোনও 'জঙ্গি'র নামে খেলার আয়োন করা দেশবিরোধী কাজ। সে কারণেই ওই ছাত্রদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, সোপিয়ান, পুলওয়ামা সহ বেশ কিছু এলাকায় ওই ব্যক্তির নামে জার্সি তৈরি করে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেছে পুলিশ।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটার পরে সোপিয়ান অঞ্চলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশ ওই ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন।

এসজি/জিএইচ (পিটিআই)