1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জগন্নাথে উপাচার্যের দায়িত্বে কোষাধ্যক্ষ কামালউদ্দিন

১৯ মার্চ ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দিন আহমদকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/3qryc
অধ্যাপক মীজানুর রহমান
অধ্যাপক মীজানুর রহমান টানা দুই মেয়াদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেনছবি: DW

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর ই আলম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নতুন উপাচার্য দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রেজারার উপাচার্যের দায়িত্ব পালন করবেন৷ সেটি আমরা স্মরণ করিয়ে দিয়েছি৷’’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ১০ ধারার ৩ উপধারা অনুযায়ী, উপাচার্যের শূন্য পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন৷ ২০১৩ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদ কাটানো অধ্যাপক মীজানুর রহমানের মেয়াদ ১৯ মার্চ শেষ হওয়ার কথা৷

অধ্যাপক কামালউদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ২০১৯ সালের নভেম্বর থেকে৷ তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও ছিলেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান