1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছয়দিন ধরে সাইপ্রাসে শরণার্থী ক্যাম্পের গেটে তিন বাংলাদেশি

২২ জুন ২০২২

সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত পুরনারা শরণার্থী ক্যাম্পে বর্তমানে দুইশর অধিক বাংলাদেশি রয়েছেন৷ অনেকেই আবার আশ্রয়ের আশায় দাঁড়িয়ে আছেন ক্যাম্পের সামনে৷

https://p.dw.com/p/4D340
Zypern | Flüchtlingslager in Nicosia
ছবি: Anupan Deb Kanunjna/DW

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন৷ চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ আর চোখে-মুখে অসহায়ত্ব৷ সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ার শরণার্থী ক্যাম্পটির গেটের এক পাশে গত ছয়দিন ধরে দিন ধরে দাঁড়িয়ে আছেন তারা৷

 ভাষা শুনে বুঝা যায় তারা বাঙালি৷ জানালেনও তাই- বাংলাদেশ থেকে এসেছেন৷ দালালদের হাত ধরে কাজের সন্ধানে এসেছেন সাইপ্রাসে৷ কিন্তু বিদেশ বিভুঁইয়ে ভিনদেশিদের কাছে নিজের পরিচয় দেওয়ার জন্য যে পরিচয়পত্র দরকার সেটিও নেই৷ মূল পাসপোর্টি ‘দালালেরা' নিয়ে গেছে৷ হাতে একটি ফটোকপি নিয়ে গেটের সামনে অপেক্ষা করছেন, যদি ক্যাম্প কর্তৃপক্ষ আশ্রয় দেয় সেই আশায়৷

ক্যাম্পের সামনে ডয়চে ভেলের সাংবাদিকদের সাথে কথা হয় বাংলাদেশি এই আশ্রয়প্রার্থীদের৷ তাদের একজন সেলিম হোসেন৷

জানালেন, বাংলাদেশের পাবনা জেলায় বাড়ি তার৷ দালালদের হাত ধরে কাজের সন্ধানে এসেছেন সাইপ্রাসে৷ কিন্তু উত্তর সাইপ্রাস থেকে দক্ষিণ সাইপ্রাসে আসার সময় দালালেরা তার পাসপোর্টটি কেড়ে নিয়েছে৷ আশ্রয়ের আশায় গত ছয়দিন ধরে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত পুরনারা ক্যাম্পে গেইটের সামনে অপেক্ষা করছেন তিনিসহ আরো দুজন বাংলাদেশি৷

কেন এভাবে অপেক্ষা করছেন জানতে চাইলে সেলিম বলেন, ‘‘আমাদের ধারণা, সবাই বলে যে, বড় বড় স্যারেরা যখন আসবে তখন  নেবে৷’’

সেলিম আসলে ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছেন৷ তার ধারণা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়লে হয়তো এই ক্যাম্পটিতে আশ্রয় পাওয়া যাবে৷ 

পাসপোর্ট নেই কেন?

নিজের পাসপোর্টের মূলকপি কেন সাথে নেই এমন প্রশ্নের জবাবে সেলিম বললেন, দালালেরা নিয়ে গেছে৷ সেলিমের সাথে থাকা আরেক বাংলাদেশির এনামুল হকের দাবিও তাই৷

ক্যাম্পে বাস করছেন এমন বাংলাদেশিদের সাথে কথা বলেও একই খবর জানা গেছে৷ সাইপ্রাসের রাজধানীর এই ক্যাম্পটিতে দুইশরও বেশি বাংলাদেশি রযেছেন৷ তার আগে ডয়চে ভেলের সংবাদকর্মীদের সাথে কথা হয় বেশ কয়েকজন বাংলাদেশির৷ সকলেই জানালেন যে, তাদের পাসপোর্ট দালালেরা রেখে দিয়েছে৷

তাদের দাবি, উত্তর সাইপ্রাস থেকে চেক পয়েন্ট পাড়ি দিযে গ্রিস অধিকৃত সাইপ্রাসে আসার পথে দালালেরা তাদের পাসপোর্ট হাতিয়ে নেয়৷ যদিও কেন তারা পাসপোর্ট রেখে দিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি৷

যেভাবে প্রতারিত তারা

সাত লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করেন সেলিম৷

তিনি জানান, তাকে ও তার সহযাত্রী এনামুলকে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই নিয়ে আসে দালালেরা৷ এরপর আরো কয়েকটি দেশে যাত্রা বিরতি শেষে তাদেরকে নিয়ে আসা হয় উত্তর সাইপ্রাসে৷ আর সেখান থেকে দালালেরা তাদের ঠেলে দেয় দক্ষিণ সাইপ্রাসে৷ 

কোন কোন দেশ হয়ে নিয়ে আসা হয়েছে এ দুই অভিবাসন-প্রত্যাশী তা ঠিক বলতে পারেননি৷ শুধু এটুকুই বলতে পারলেন, মোট তিনটি যাত্রা বিরতি নিয়েছিলেন তারা৷

ভাল কাজের সন্ধানে দেশ ত্যাগ করা সেলিমদের দুর্ভোগের গল্পটি অবশ্য এখানেই শেষ নয়৷ সাইপ্রাসে কী ধরনের কাজ তারা করবেন সে বিষয়েও ধোকা দেওয়া হয় তাদের৷

ডয়চে ভেলেকে সেলিম বলেন, ‘‘আমাকে বলা হয়েছিল আপেল বাগান বা রেস্টুরেন্টে কাজ দেওয়া হবে৷ ক্যাম্পে থাকতে হবে তা আমাকে বলা হয়নি৷’’

তার আগে যখন ডয়চে ভেলের সাংবাদিকদের কাছে প্রতারিত হওয়ার কথা জানান এই ক্যাম্পে থাকা আরো কয়েকজন বাংলাদেশি৷

তাদেরই একজন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার ফিরোজ মৃধা৷ গত এক মাস ধরে সাইপ্রাসের নিকোসিয়ায় অবস্থিত পুরনারা শরণার্থী ক্যাম্পে আছেন তিনি৷ বাংলাদেশ থেকে আরব আমিরাত হয়ে সাইপ্রাসে এসেছেন তিনি৷ তাকেও এখানে নিয়ে এসেছেন দালালেরা৷ আর এই পর্যন্ত আসতে তার খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা৷

তার দাবি, কয়েক লাখ টাকা খরচ করে যে উদ্দেশ্য নিয়ে তিনি দেশ ছেড়েছেন, সাইপ্রাসে এসে দেখেন এর সবই মিথ্যা৷

তাকে বলা হয়েছিল, ওয়ার্কশপে কাজ দেওয়া হবে আর আয় হবে এক হাজার ইউরোর অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ টাকা৷ সেই সাথে প্রতি মাসে তিনশ ইউরো অর্থাৎ প্রায় ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন তিনি৷ আর এসব মিলিয়ে তার মাসিক আয় হবে এক লাখ ৩০ হাজার টাকার মতো৷

কিন্তু এই টাকা আয় তো দূরের কথা, এখন তার ঠিক মতো মাথা গোঁজার ঠাঁই-ই মিলছে না৷

অবশ্য ফিরোজ মৃধার মতো আরো কয়েকজন অন্তত রাত কাটানোর ঠাঁইটুকু পেয়েছেন৷ কিন্তু সেলিম ও তার সাথে থাকা আর দুই বাংলাদেশির সেই সম্বলটুকুও নেই৷প্রচণ্ড রোদে লাল রঙের একটি গামছা মাথায় আর স্পঞ্জের স্যান্ডেল পায়ে আশ্রয় পাওয়ার আশায় থাকা সেলিম জানেন না কবে তার জন্য এই ক্যাম্পটিতে জায়গা মিলবে৷ শুধুমাত্র আশাকে সম্বল করেই তিনি হয়েতো প্রতিদিন সকাল থেকে দাঁড়িয়ে থাকবেন ক্যাম্পের সামনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য