1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটি বাড়ছে না, সীমিত পরিসরে খুলবে অফিস

২৭ মে ২০২০

সাধারণ ছুটি আর না বাড়িয়ে আগামী ৩১মে থেকে ১৫জুন পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

https://p.dw.com/p/3cqKF
ফাইল ছবিছবি: DW/Harun-ur-Rashid Swapan

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুধবার এ তথ্য জানায়৷

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, নতুন করে ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১মে থেকে ১৫জুন পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি শর্ত মেনে সীমিত পরিসরে অফিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন৷

ওই সময় পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে৷ তবে বয়স্ক, অসুস্থ এবং সন্তানসম্ভবাদের এ সময় অফিসে আসা যাবে না৷

এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণপরিবহণও বন্ধ থাকবে৷ গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে৷ গত ১ এপ্রিল নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায়৷

এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে৷’’

৩১মে থেকে ১৫জুন পর্যন্ত গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচলও বন্ধ থাকবে৷ তবে স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন ও ব্যক্তিগত যানবাহন চালু থাকবে বলে জানান তিনি৷

বলেন, ‘‘স্বাস্থ্যবিধি অনুযায়ী বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমানও চালাতে পারবে৷’’

করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে টানা সাধারণ ছুটি চলছে৷

টানা ৬৬ দিনের সাধারণ ছুটির পর অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও এই সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ৷ নাগরিকদের চলাফেরায়ও আগের মতোই বিধি-নিষেধ থাকবে৷

প্রতিমন্ত্রী বলেন, ‘‘আগের মতোই রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবাইকে ঘরে থাকতে হবে৷ এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না৷

‘‘হাট-বাজার এবং দোকানপাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেচাবিক্রি চলবে৷’’ 

এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রতিটি জেলার প্রবেশ ও বের হওয়ার পথে চেক পোস্টের ব্যবস্থা থাকবে৷ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটা বাস্তবায়ন করবে৷’’

সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে৷ তবে মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২৫ মে’র ছবিঘরটি দেখুন....

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য