‘ছবিঘরগুলো মনে হয় জীবন্ত কোনো পৃথিবী’ | পাঠক ভাবনা | DW | 16.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ছবিঘরগুলো মনে হয় জীবন্ত কোনো পৃথিবী’

আমার ডিএক্সিং জীবনে ভালো লাগার একটি অন্যতম নাম ডয়চে ভেলে৷ স্বল্প সময়ের মধ্যে ডয়চে ভেলের সাথে আমার যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, তা ভোলার নয়৷

মোবাইলে রেকর্ড করা সেই ‘ইনবক্সগুলো' শুনলে মনের আয়নায় আজও ভেসে ওঠে পুরনো স্মৃতি৷ রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর ভুল করে আটটার সময় কতবার রেডিও ‘অন' করেছি ডয়চে ভেলে শোনার প্রত্যাশায়, তার কোনো হিসেব নেই৷ যা যাওয়ার তা চলে গেছে, তা আর ফিরে পাওয়ার নয়৷ তাই থাকনা পুরনো স্মৃতির পাতাগুলো ধুলোয় ঢাকা পড়ে৷

আজ নতুনের কথা বলি৷ আগের মতো এখনও আপনাদের ওয়েবসাইটের প্রতিটি পাতার প্রতিটি প্রতিবেদনের সাথে দেখা হয় প্রতিদিন৷ ছবিঘরগুলো মনে হয় জীবন্ত কোনো পৃথিবী৷ ডয়চে ভেলের শ্রোতানন্দিত প্রিয় দুই মুখ নুরুননাহার সাত্তার ও দেবারতি গুহের একান্তক্ষণের একটি ছবিঘর চাই৷

এবার ডয়চে ভেলের দ্য ববস প্রতিযোগিতায় ইউজার ভোটে বিজয়ী হয়েছে শিক্ষক ডট কম৷ অভিন্দন তাকে৷ শিক্ষক ডট কমকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রচার করার অনুরোধ করছি৷ আরেকটি প্রতিবদন থেকে জানতে পারলাম বিসিএস পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে৷ আমার মতে, কোটার ভিক্তিতে মূল্যায়ন করা হলে আসল মেধার সঠিক দাম দেওয়া হবে না৷ যার খেসারত পুরো জাতিকে দিতে হবে৷ কোটা যদি দিতেই হয়, তাহলে ২০ ভাগের বেশি যেন দেওয়া না হয়৷

গাইবান্ধার সুরুজ মিয়ার নৈশ পাঠশালার ভিডিওটি উপভোগ্য ছিল৷ আরো ভালো লেগেছে টাইমস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী নারী ‘মালালা' ও ‘হামের টিকার' আবিষ্কার নিয়ে প্রতিবেদন দুটি৷ আগের মতো আপনাদের ভালোবাসা মাখা উত্তর পেলে আবার লিখবো৷ শুভেচ্ছান্তে, মো. রাসেল শিকদার, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর,বাংলাদেশ৷

- অনেক ধন্যবাদ ভাই রাসেল শিকদার৷ আশা করিআপনি আগে যেভাবে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতেন, ঠিক সেভাবেই এখন আমাদের ওয়েবসাইটের নানা প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন৷ আমাদের বিশেষ অনুরোধ, একথা আপনার বন্ধুদেরও বলবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন