1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ ১৬ নিয়ে তুমুল উত্তেজনা

১৭ ডিসেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জার্মান লিগের দলগুলোর মুখোমুখি হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো৷ সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে বায়ার্ন মিউনিখ বনাম লিভারপুল এবং ডর্টমুন্ড বনাম টটেনহাম ম্যাচ দুটি৷

https://p.dw.com/p/3AH2x
Champions League FC Liverpool - SSC Neapel Klopp
ছবি: Action Images via Reuters

সোমবার নকআউট পর্বের ড্র শেষে দেখা যায়, মুখোমুখি দাঁড়িয়েছে পাঁরি সঁ জার্মেই-ম্যানচেস্টার ইউনাইটেড৷ ইউভেন্টুসের প্রতিপক্ষ আটলেটিকো মাদ্রিদ৷ গতবারের রানার-আপ লিভারপুলের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ৷ বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে৷ বার্সেলোনা খেলবে অলিম্পিক লিওঁর বিপক্ষে, আর রেয়ালের প্রতিপক্ষ আয়াক্স৷

গ্রুপ পর্বে লিভারপুল ও বায়ার্নকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে৷ শেষ ষোলোতে এসে তারাই দাঁড়িয়ে গেছে পরস্পরের মুখোমুখি৷ গত রবিবার শাকিরির জোড়া গোলে গ্রুপ পর্বের শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করে লিভারপুল৷ ১৭ ম্যাচে তাদের পয়েন্ট হয় ৪৫৷ এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়াক্স আমস্টারডামের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাভারিয়ানরা৷ তারপরও ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে দলটি৷

এক নজরে শেষ ষোলোর লাইনআপ

ম্যানচেস্টার ইউনাইটেড-পাঁরি সঁ জার্মেই

ইউভেন্টুস-আটলেটিকো মাদ্রিদ

রেয়াল মাদ্রিদ-আয়াক্স

বার্সেলোনা-অলিম্পিক লিওঁ

লিভারপুল-বায়ার্ন মিউনিখ

ম্যানচেস্টার সিটি - শালকে

টটেনহাম-বোরুসিয়া ডর্টমুন্ড

রোমা-পোর্তো

বায়ার্ন-লিভারপুল মুখোমুখির ঘটনায় চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যোগ হচ্ছে আরেকটি উত্তেজনাকর ম্যাচ৷ এই উত্তেজনা ফুটবল মাঠ ছাড়িয়ে বাড়িতে বাড়িতে অ্যাংলো-জার্মান সংঘাতের রূপ নিচ্ছে৷

তবে এই ম্যাচে লিভারপুলের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপকে ঘিরে চরম উত্তেজনা৷ তিনি ২০১৩ সালের আসরে ছিলেন ডর্টমুন্ডের কোচ৷ ওই আসরেই আবার ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বায়ার্ন৷

ড্রয়ের ঘোষণা আসার পরপরই টুইটে প্রতিক্রিয়া জানান জার্মান ডিফেন্ডার ম্যাট হুমেলস৷ ডর্টমুন্ডের সাবেক কোচের মুখোমুখি হওয়াটা হুমেলসের জন্য বেশ উত্তেজনাকর বলেই মনে হচ্ছে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য