1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের অবস্থান টলোমলো

২২ এপ্রিল ২০১১

চ্যাম্পিয়নস লিগের দৌড়ে সাফল্য ধরে রাখা যে কতটা কঠিন হতে পারে, বায়ার্ন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে৷ অন্যদিকে ফ্রাইবুর্গের বাঙালি কোচ রবিন দত্তের স্বপ্ন এবার পূরণ হলো না৷

https://p.dw.com/p/112Eh
ফ্রাইবুর্গের কোচ রবীন দত্তছবি: dapd

চ্যাম্পিয়নস লিগের শীর্ষে পৌঁছানোর পথ মোটেই মসৃণ নয়৷ শুধু একের পর এক ম্যাচ জিতলে চলে না৷ বাকিদের বাড়তি সাফল্য নিজের সাফল্যকে ম্লান করে দেয়৷ যেমন বৃহস্পতিবার ‘হানোফার ৯৬' ক্লাব ফ্রাইবুর্গকে ৩-১ গোলে হারাতেই বায়ার্ন আপাতত তালিকার তৃতীয় স্থান থেকে ছিটকে গেল৷ এমনটা চলতে থাকলে বায়ার্নকে পিছনে ফেলে হানোফারই চ্যাম্পিয়নস লিগের মূল পর্যায়ে পৌঁছে যেতে পারে৷ অথচ চলতি মরশুম শুরু হওয়ার সময় অনেকে ভেবেছিল যে হানোফার বুন্ডেসলিগার দ্বিতীয় ডিভিশনে নেমে যেতে পারে৷

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন খেলবে না – এমনটা কল্পনা করাই কঠিন৷ দিনকাল অবশ্য তেমন ভালো যাচ্ছে না মিউনিখের এই ক্লাবের৷ শনিবার আইনত্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ম্যাচে সাফল্য পেলে আবার তালিকার তৃতীয় স্থানে ফিরে যাবার একটা সুযোগ পাবে বায়ার্ন৷ তবে হানোফার ও বায়ার্ন – দুই ক্লাবেরই তিনটি করে ম্যাচ খেলা বাকি রয়েছে৷ ফলে লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য৷

ফ্রাইবুর্গ তালিকার পঞ্চম স্থানে নেমে গিয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হয়েছে৷ ক্লাবের বাঙালি কোচ রবিন দত্ত খেলোয়াড়দের দুর্বলতা দেখে বেশ হতাশ হয়েছেন৷ মরিয়া হয়ে তিনি ম্যাচের শুরু থেকেই বেশ ঘনঘন খেলোয়াড় বদল করেন৷ কিন্তু তাতে কোনো ফল হয় নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়