1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোখে পানি চলে আসার মতো ভিডিও

৩ সেপ্টেম্বর ২০১৮

নড়তে চড়তে অক্ষম ছোট ভাইকে ছাড়া প্রাথমিক স্কুলের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবে না সে৷ ভিডিওটি এতটাই সুন্দর ও মর্মস্পর্শী যে চোখে পানি আটকে রাখা দায়৷

https://p.dw.com/p/34CMt
Kinder mit einem Tablet Computer
ছবি: picture alliance/dpa/Tetra Images

ব্রাজিলের একটি স্কুলের ঘটনা এটি৷ সেখানে প্রতিবছর প্রাথমিক পর্বের শিক্ষা শেষে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান হয়৷ সেখানে ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা নাচে৷ সেই নাচে তাদের প্রত্যেকের একজন সঙ্গী দরকার হয়৷

সঙ্গী হিসেবে তারা বাবা-মা, অথবা পরিবারের অন্য কোনো সদস্য কিংবা প্রিয় বন্ধুটিকে বেছে নিতে পারে৷ কিন্তু একটি মেয়ে শিশু কোনোভাবেই তার ভাইকে ছাড়া এই উৎসব পালন করবে না৷ বাবা-মা-কে সে কথা বলতেই বাবা-মা-ও রাজি হলেন৷

নির্ধারিত দিনে অনুষ্ঠানে যখন ডান্স ফ্লোর খুলে দেয়া হলো শিশু মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে হাজির হলো সেখানে৷ তার ভাই অসুস্থ৷ নড়তে চড়তে পারে না৷ একটি হুইল চেয়ারে শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তার৷ সেই ভাইকে নিয়ে এসে নাচল উচ্ছ্বসিত মেয়েটি৷

ভিডিওটি ডেইলি ভাইরাল স্টোরিজ নামের একটি ফেসবুক গ্রুপে গত ডিসেম্বরে প্রকাশিত হয়৷ এরপর এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি ৭০ লাখ বার৷ অনেকেই খুব আবেগঘন মন্তব্যও করেছেন৷ যেমন একজন লিখেছেন, ‘‘আজ থেকে সিন্ডারেলার নাচ নিয়ে আর কোনো কথা হবে না৷ এই মেয়েটিই আসল সিন্ডারেলা৷''

আরেকজন লিখেছেন, ছোট ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারের একটি৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য